বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

অপেক্ষা শুধু ফেরার

অপেক্ষা শুধু ফেরার

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া ২৩ বাংলাদেশি নাবিকের জিম্মিদশা থেকে মুক্তির খবর তাদের পরিবার-পরিজনের মতো দেশ-বিদেশের সবার কাছেই অত্যন্ত আনন্দ ও স্বস্তির। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করতে টানা এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে জাহাজ মালিক, বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টরা। অবশেষে অবসান হলো সেই প্রতীক্ষার। এখন অপেক্ষা স্বজনদের কাছে ফেরার।

মঙ্গলবার কালবেলায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, গত শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় জলদস্যুদের সঙ্গে মুক্তিপণের বিনিময়ে জাহাজটি মুক্ত করা হয়। এটি আরব আমিরাতের দিকে যাচ্ছে। সেখানে পণ্য খালাস করা হবে এবং নাবিকরা শিগগির দেশে ফিরবেন। ১৯ কিংবা ২০ এপ্রিল জাহাজটি আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপরই জানা যাবে মুক্ত নাবিকদের মধ্যে কারা কারা জাহাজে থাকবেন এবং কারা আবুধাবি থেকে দেশে ফেরত আসবেন। জাহাজটি আরব আমিরাতের দুবাই যাওয়ার পর সেখান থেকেই বিমানে উঠবেন নাবিকরা। কত টাকা মুক্তিপণের বিনিময়ে এ জিম্মিদের মুক্তি ঘটেছে, তা নিশ্চিত করেনি জাহাজ কর্তৃপক্ষ ও সরকারের কেউই।

কালবেলার হাতে মুক্তিপণ দেওয়ার একটি ভিডিওতে দেখা যায়, জলদস্যুদের কাছে জিম্মি থাকা এমভি আবদুল্লাহ জাহাজের চারপাশে একটি উড়োজাহাজ বারবার চক্কর দিচ্ছিল। তখন জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই এলেন জাহাজের ডেকে। তারা সবাই হাত তুলে কথা বলেন। ২৩ জন অক্ষত ও নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মালিকপক্ষ মুক্তিপণের টাকা প্রদান করতে সম্মতি দেয়। পরে সেই উড়োজাহাজটি তিনটি চক্কর দেয় জাহাজের এক পাশে। প্রতিটি চক্করে সাদা পানি নিরোধক ট্যাপে মোড়ানো ডলারভর্তি ব্যাগ ফেলা হয় ওপর থেকে। দুটি স্পিডবোটে থাকা সাত জলদস্যু এ তিনটি ব্যাগ সাগর থেকে তুলে নেয়। তারা ব্যাগ বুঝে পাওয়ার পর উড়োজাহাজটি চলে যায়। এর প্রায় আট ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৩টায় জাহাজসহ ২৩ নাবিককে মুক্তি দেয় জলদস্যুরা। স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে দস্যুরা জাহাজ থেকে নেমে যাওয়ার পর ২৩ ক্রুসহ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দিকে রওনা হয়। আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ জলদস্যুর কবলে পড়ার ঘটনা নতুন নয়। এসব ঘটনায় জলদস্যুরা জাহাজ আটক করে নাবিকদের প্রাণের বিনিময়ে মুক্তিপণ দাবি করে। যথাযথভাবে তাদের দাবি মানতে পারলে আটক নাবিকদের ছেড়ে দেয়। আর না পারলে বীভৎস নির্যাতনের পর একসময় তাদের জীবনের সমাপ্তি ঘটে দস্যুদের হাতে। জলদস্যুদের কবলে পড়ার পর এ দুই তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতাই পৃথিবীর নানা দেশের মানুষের হয়েছে বিভিন্ন সময়।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের মুক্ত করার প্রচেষ্টায় টানা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সরকার ও জাহাজের মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরিস্থিতি বিবেচনায় সর্বাগ্রে প্রাধান্য দেওয়া জরুরি ছিল জিম্মিদের সুরক্ষিত ও জীবন্ত উদ্ধার। তারা সে লক্ষ্যেই সব তৎপরতা অব্যাহত রেখেছিল বলেই স্বস্তির ঘটনাটি শেষমেশ ঘটেছে। পাশাপাশি আমরা মনে করি, আন্তর্জাতিক মহলের সমুদ্রযাত্রায় এ দস্যুপনা ঠেকাতে তৎপর হওয়ার কোনোই বিকল্প নেই। কেননা এ পথে দস্যুপনার বিরুদ্ধে এক দশক আগে জাতিসংঘ, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু দেশের কঠোর হওয়ার পর দস্যুবৃত্তি কমানোয় তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। সমুদ্র নিরাপদ ও সুরক্ষিত করতে এসব তৎপরতা আবার বাড়ানো জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুর ফল কারচুপির অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১০

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১১

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১২

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১৩

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১৪

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১৫

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১৬

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১৭

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৮

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

১৯

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

২০
X