ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বিরুদ্ধে রাস্তার ইট বিক্রির অভিযোগ

ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য কর্তৃক রাস্তা থেকে তুলে নেওয়া ইট। ছবি : কালবেলা
ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য কর্তৃক রাস্তা থেকে তুলে নেওয়া ইট। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী এবং দুই ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বালারহাট বাজারের ইজারাদার আনিছুর রহমান বাবু ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মৌখিকভাবে অভিযোগ করেছেন।

দুই ইউপি সদস্য হলেন ইউনিয়নের ৩ নম্বর বালাতাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বালারহাট বাজারের রাস্তা পাকাকরণের জন্য প্রায় ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করলে সোমবার (২২ এপ্রিল) নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ও ইউপি সদস্য মহির উদ্দিন ও শহিদুল ইসলাম শ্রমিক দিয়ে ইউনিয়ন পরিষদের এলজিইডি গুদাম মেরামতের নামে রাস্তার প্রায় ২০ হাজার ইট তুলে নিয়ে যান।

এরপর দুই হাজার ইট খোয়া করে গুদাম সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের মাঠে রেখে বাকি ১৮ হাজার ইট বিক্রি করে দেন।

বালারহাট বাজারের ইজারাদার আনিছুর রহমান বাবু বলেন, ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা বাজারের রাস্তা থেকে প্রায় ২০ হাজার ইট তুলে নিয়ে যান। ইট নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে, তারা বলেন, এ ইট ইউনিয়ন পরিষদের উন্নয়নের কাজে ব্যবহার হবে। কিন্তু পরে ইউপি সদস্যদের মাধ্যমে ২ হাজার ইট খোয়া করে বাকি ইট বিক্রি করে দিয়েছে।

বরেন্দ্র কনস্ট্রাকশনের প্রতিনিধি সহিদার রহমান কাজল বলেন, কাজ শুরুর পর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান এসে বাজারের রাস্তার ইট তুলে নিয়ে যান। এতে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। আমাদের লোকজন ইট নিয়ে যেতে বাধা দিলে তারা ইউনিয়ন পরিষদের উন্নয়নের কথা বলে জোর করে সব ইট নিয়ে যান। শুনেছি পরে ইটগুলো বিক্রি করেছেন।

৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের গুদাম সংস্কারের জন্য ১২/১৪ হাজার ইট তুলে আনা হয়েছে। কিছু ইটের খোয়া বানানো হয়েছে আর কিছু ইট বিক্রি করে শ্রমিকদের মজুরি ও ট্রলিভাড়া দেওয়া হয়েছে।

অপর ইউপি সদস্য মহির উদ্দিনের মোবাইলে একাধিকবার কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী বলেন, গুদাম সংস্কারের জন্য মেম্বাররা ঠিকাদারের কাছ কিছু ইট নিয়েছে শুনেছি। সরকারি ইট হলে নিলামে বিক্রির ব্যবস্থা করা হতো। যেহেতু ইট সরকারি নয় সেহেতু মেম্বাররা কি করেছেন সে ব্যাপারে আমি তেমন কিছুই জানি না।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম কালবেলাকে বলেন, হাটের রাস্তার ইট বিক্রির ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি তবে মৌখিক অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তার সঙ্গেই আমি কাজ করব : আইনমন্ত্রী

কক্সবাজার এক্সপ্রেসের বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন

ফের আচরণবিধি লঙ্ঘন, ৭ ডেগ খিচুরি জব্দ

ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

গায়ের কাপড় পুড়িয়ে পাওয়া গেল ৫ কোটি টাকার সোনা!

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

গভীর রাতে মাটি চুরি, ৩ জনের কারাদণ্ড

জাতীয় আলোকচিত্র পুরস্কার পেলেন ১৩ আলোকচিত্রী 

দুর্যোগ ঝুঁকিতে থাকা উপকূলে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

অবৈধভাবে পুকুর খনন, বিপাকে যুবলীগ নেতা

১০

‘সকলের প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব’

১১

স্বপ্নপূরণে ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন স্কুলশিক্ষক বাবা

১২

মালয়েশিয়ায় থানায় হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা

১৩

উপজেলা নির্বাচন / যে কোনো অনিয়মকে কঠোর হস্তে দমন করা হবে : ইসি আহসান হাবিব

১৪

টেনিসে বিরাট সম্ভাবনা আছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৫

‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর না হলে দুঃখ অপেক্ষা করছে’

১৬

বাংলাদেশি পর্যটকদের ৩ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা 

১৭

এক বছরেও আলোর মুখ দেখেনি জাজিরা পৌরসভার আলোকসজ্জা প্রকল্প

১৮

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

১৯

৩০ ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

২০
X