দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার। ছবি : কালবেলা
কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার। ছবি : কালবেলা

কুমিল্লার দেবীদ্বারে চাঁদা না দেওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করেছেন কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার।

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে রহুল আমিন বাদী হয়ে গোলাম মোস্তফাসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযান চালিয়ে আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে মারধরের ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নানের সঙ্গে প্রতিবেশী মো. মোবারক হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময়ে মজিবুরের পরিবারের ওপর হামলা চালিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। পূর্ববিরোধের জেরে শনিবার দুপুরে মোবারক হোসেন ও গোলাম মোস্তফার সরকারের নেতৃত্বে ৮-৯ জন মজিবুরের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা দুই লাখ টাকা চাঁদা না দিলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুক্তিযোদ্ধা মজিবুর, তার ছেলে রহুল আমিন ও ভাতিজা শাকিলকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার বাদী রুহুল আমিন বলেন, আসামিরা আমার বাবার কাছ থেকে জোর করে ১০০ টাকার তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। মোস্তফার মামা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা। তার প্রভাবে সে এলাকায় বিভিন্ন অন্যায় অত্যাচার করে আসছে। তার ভয়ে কেউ মুখ খুলে না।

তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে আমার পরিবারের কাছ চাঁদা দাবি করছিল। না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় কয়েকবার। সর্বশেষ শনিবার আমার বাবা এবং পরিবারের সদস্যদের মারধর ও লাঞ্ছিত করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া কালবেলাকে বলেন, দেবিদ্বারের এক মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছি। সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

বিজয় থালাপতি এখন বিপাকে

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১০

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১১

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১২

সুর নরম আইসিসির

১৩

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৪

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৫

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৬

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

১৭

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

১৮

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

২০
X