দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার। ছবি : কালবেলা
কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার। ছবি : কালবেলা

কুমিল্লার দেবীদ্বারে চাঁদা না দেওয়ায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করেছেন কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলীর ভাগনে গোলাম মোস্তফা সরকার।

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে রহুল আমিন বাদী হয়ে গোলাম মোস্তফাসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। অভিযান চালিয়ে আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে মারধরের ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান মান্নানের সঙ্গে প্রতিবেশী মো. মোবারক হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারা বিভিন্ন সময়ে মজিবুরের পরিবারের ওপর হামলা চালিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। পূর্ববিরোধের জেরে শনিবার দুপুরে মোবারক হোসেন ও গোলাম মোস্তফার সরকারের নেতৃত্বে ৮-৯ জন মজিবুরের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা দুই লাখ টাকা চাঁদা না দিলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুক্তিযোদ্ধা মজিবুর, তার ছেলে রহুল আমিন ও ভাতিজা শাকিলকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার বাদী রুহুল আমিন বলেন, আসামিরা আমার বাবার কাছ থেকে জোর করে ১০০ টাকার তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। মোস্তফার মামা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা। তার প্রভাবে সে এলাকায় বিভিন্ন অন্যায় অত্যাচার করে আসছে। তার ভয়ে কেউ মুখ খুলে না।

তিনি বলেন, সে দীর্ঘদিন ধরে আমার পরিবারের কাছ চাঁদা দাবি করছিল। না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় কয়েকবার। সর্বশেষ শনিবার আমার বাবা এবং পরিবারের সদস্যদের মারধর ও লাঞ্ছিত করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া কালবেলাকে বলেন, দেবিদ্বারের এক মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছি। সোমবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X