শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টে লালনের গান, আদালতে মুচলেকা দিয়ে জামিন পেলেন যুবক

ফেসবুকে লালনের গানের স্ট্যাটাস দেওয়া সঞ্জয় রক্ষিত। ছবি : সংগৃহীত
ফেসবুকে লালনের গানের স্ট্যাটাস দেওয়া সঞ্জয় রক্ষিত। ছবি : সংগৃহীত

ফেসবুক পোস্টে লালনের গানের দুই লাইন লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটককৃত যুবককে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টার দিকে শরীয়তপুরের ভেদেরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তার জামিন মঞ্জুর করেন।

শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুকের স্টোরিতে স্ট্যাটাসকে ঘিরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের ছেলে সঞ্জয় রক্ষিতকে (৪০) ভেদরগঞ্জ থানা পুলিশ রোববার আটক করে। সঞ্জয় পেশায় স্বর্ণকার।

ফৌজদারি কার্যবিধির ৫৪ (১) এর ধারায় তাকে আটক করা হয়েছিল। পরে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে রোববার রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল টেলিফোনে বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।

যে গানের দুটি লাইন লিখে স্টোরিতে দিয়েছেন সঞ্জয়, সেটি লালনের গানের অংশ তা জানেন কি না, জানতে চাইলে ওসি বলেন, কোনো কিছু জানার থাকলে থানায় আসেন। আমি এখন ব্যস্ত আছি, এখন কথা বলতে পারব না।

উল্লেখ্য, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ লালনের এ গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগের পর রোববার তাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সঞ্জয়ের ফেসবুকের স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন- 'সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কী হয় বিধান'। এই দুটি লাইন লালনের 'সব লোকে কয় লালন কি জাত সংসারে' গানের।

যদিও লালনের গানের এই দুইটি লাইনের মধ্যে খাতনা শব্দটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। খাতনা শব্দটি সঞ্জয় রক্ষিত সম্ভবত নিজ থেকে যুক্ত করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে সপ্তাহে তিন দিন ফ্লাইট চালাবে বাংলাদেশ: হাইকমিশনার

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে : রিজভী 

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

১০

বিপিএলে পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

১১

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১২

ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

১৩

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

১৪

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

১৫

‘সংসদ সদস্য হতে চাওয়ায়’ খুন, ২২ বছরেও শেষ হয়নি বিচার

১৬

ভুলেও প্রেশার কুকারে রান্না করবেন না যেসব খাবার

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

ভারত সফরে আসছেন পুতিন, লক্ষ্য সম্পর্ক জোরদার

১৯

মার্ভেল ছেড়ে ডিসিতে স্কারলেট?

২০
X