শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টে লালনের গান, আদালতে মুচলেকা দিয়ে জামিন পেলেন যুবক

ফেসবুকে লালনের গানের স্ট্যাটাস দেওয়া সঞ্জয় রক্ষিত। ছবি : সংগৃহীত
ফেসবুকে লালনের গানের স্ট্যাটাস দেওয়া সঞ্জয় রক্ষিত। ছবি : সংগৃহীত

ফেসবুক পোস্টে লালনের গানের দুই লাইন লিখে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটককৃত যুবককে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৯ এপ্রিল) আনুমানিক দুপুর দেড়টার দিকে শরীয়তপুরের ভেদেরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তার জামিন মঞ্জুর করেন।

শরীয়তপুর জেলা কোর্ট পরিদর্শক আলমগীর হোসেন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেসবুকের স্টোরিতে স্ট্যাটাসকে ঘিরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের ছেলে সঞ্জয় রক্ষিতকে (৪০) ভেদরগঞ্জ থানা পুলিশ রোববার আটক করে। সঞ্জয় পেশায় স্বর্ণকার।

ফৌজদারি কার্যবিধির ৫৪ (১) এর ধারায় তাকে আটক করা হয়েছিল। পরে ৫০ টাকার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে রোববার রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল টেলিফোনে বলেন, ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন।

যে গানের দুটি লাইন লিখে স্টোরিতে দিয়েছেন সঞ্জয়, সেটি লালনের গানের অংশ তা জানেন কি না, জানতে চাইলে ওসি বলেন, কোনো কিছু জানার থাকলে থানায় আসেন। আমি এখন ব্যস্ত আছি, এখন কথা বলতে পারব না।

উল্লেখ্য, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ লালনের এ গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দেওয়ায় ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগের পর রোববার তাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সঞ্জয়ের ফেসবুকের স্টোরির স্ক্রিনশটে দেখা গেছে, তিনি সেখানে লিখেছেন- 'সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কী হয় বিধান'। এই দুটি লাইন লালনের 'সব লোকে কয় লালন কি জাত সংসারে' গানের।

যদিও লালনের গানের এই দুইটি লাইনের মধ্যে খাতনা শব্দটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। খাতনা শব্দটি সঞ্জয় রক্ষিত সম্ভবত নিজ থেকে যুক্ত করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

হোয়াইটওয়াশের পর নিজের ভবিষ্যৎ বোর্ডের হাতে ছেড়ে দিলেন গম্ভীর

ভূমিকম্প / ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

গণসংযোগে জনস্রোত, আলিঙ্গনে সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

মানহানিকর বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

১৪ দিন ধরে বন্ধ সোনাহাট বন্দর

ফেসবুকে নতুন সুবিধা, পরিচয় গোপন রেখেই আলোচনায় অংশ নেবেন যেভাবে

নিজ এলাকায় মিন্টুকে বরণ করতে উন্মুখ নেতাকর্মীরা

দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না তিন এলাকায়

১০

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের নিচে নামল ভারত

১১

১৭ বছর পর প্রবীরের অশ্রুভেজা প্রত্যাবর্তন

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর রেলওয়ের চার কর্মকর্তাকে বদলি

১৩

গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

১৪

অপহরণের পর ৪০ হাজার টাকা দাবি, না পেয়ে কিশোরকে হত্যা

১৫

কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

১৬

নতুন ইউএনও ১৬৬ উপজেলায়

১৭

খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল

১৮

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

১৯

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল 

২০
X