তোয়াহা হুসাইন
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

পরকালে প্রথমে হবে নামাজের হিসাব

পরকালে প্রথমে হবে নামাজের হিসাব

সামান্য সময় ব্যয় করে অনেক বড় সম্পদ অর্জন করা যায়, আবার অবহেলায় উদাসীনতায় উড়িয়েও দেওয়া যায়। অনেক ক্ষেত্রেই মানুষ অতীতের বেকার সময় নিয়ে হতাশ হয়ে পড়ে। মনে হয়, সময়গুলো কাজে লাগালে বর্তমান অনেক সুন্দর হতো। মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে পরকালে। মৃত্যু-পরবর্তী জীবনে মানুষের সম্পদ হবে নেক আমল। অবসর সময় কাজে লাগিয়ে নেক আমল না করায় মানুষ হতাশ হয়ে পড়বে। পরকালে যখন আমল পরিমাপ করা হবে তখন মানুষ চরম পেরেশান হবে। কারও কারও ক্ষেত্রে দেখা যাবে একটি মাত্র নেকির কারণে সে আটকে গেছে। তখন সে তার পরিচিতজন পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী-পুত্র সবার দ্বারে দ্বারে গিয়ে একটি নেকির জন্য হাত পেতে থাকবে। কেউ দেবে না। সবাই আপন আপন সম্পর্ককে অস্বীকার করবে। কেউ কাউকে চিনবে না। চিনেও না চেনার ভান করবে। এ সম্পর্কে আল্লাহ বলেন, ‘যখন কেয়ামত উপস্থিত হবে, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, তার স্ত্রী ও সন্তানের কাছ থেকে, সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যে, প্রত্যেককে আপন আপন আমলনামা ব্যস্ত করে রাখবে।’ (সুরা আবাসা : ৩৩-৩৭)

হাশরের ময়দানে সেই কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, তা হচ্ছে নামাজ। যদি তার ফরজ নামাজে কোনো ঘাটতি থাকে, জান্নাতে প্রবেশের উপযুক্ত পরিমাণ সওয়াব আমলনামায় না থাকে, তাহলে নফল নামাজের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি সে সঠিক হিসাব দিতে পারে তবে কৃতকার্য হয়ে যাবে। আর যদি ব্যর্থ হয় তবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাবে। যদি তার ফরজগুলোর মধ্যে কোনো ঘাটতি থাকে তবে আল্লাহতায়ালা বলবেন—দেখো, আমার বান্দার কোনো নফল আছে কি না? যদি থাকে তবে তা দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে। অতঃপর একইভাবে তার অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে।’ (আবু দাউদ : ৭৭০, তিরমিজি : ৩৩৭)

সুতরাং সেদিন হিসাবের সেই সংকট থেকে যদি কেউ নাজাত পেতে চায়, কৃতকার্য হতে চায়, তাহলে অবশ্যই প্রথমে ফরজ নামাজ ঠিকমতো আদায় করতে হবে। তারপর অবসর ও সুযোগ পেলেই বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। আল্লাহর নবী (সা.) আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ ও পূতপবিত্র হওয়ার ঘোষণা সত্ত্বেও এত বেশি পরিমাণে নফল নামাজ পড়তেন যে, তার পা ফুলে যেত। হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত—‘আল্লাহর রাসুল (সা.) নফল নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কেরাত পড়তেন যে, তার পা ফুলে যেত।’ সাহাবারা বললেন, আল্লাহ আপনার আগে-পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন তবু আপনি কেন এত দীর্ঘ নফল নামাজ পড়েন? উত্তরে নবীজি বলেন, ‘আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?’ (বোখারি ও মুসলিম সূত্রে মেশকাত : ১২২০)। আল্লাহতায়ালা বোঝার ও আমল করার তওফিক দিন।

লেখক: মাদ্রাসা শিক্ষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন নিয়ে তুরস্কের নতুন পরিকল্পনা

ইন্টারনেট ছাড়াই খুব সহজে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

অর্থোপেডিক সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন রোববার

অভিনব উপায়ে মাদক নিয়ে যাচ্ছিলেন ননদ-ভাবি

থানার অদূরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা বিক্রেতা খুন

সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভেদরগঞ্জে বিশেষ দোয়া মাহফিল

যুবদলের তিন নেতাকে শোকজ

বিপিএলে রাজশাহীর কোচ হলেন হান্নান সরকার

শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে 

১০

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৬৮২

১১

মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল

১২

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের টানা চতুর্থ জয়

১৩

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা

১৪

জামায়াত নেতাকে বহিষ্কার

১৫

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

১৬

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর দ্বিতীয় দিনের গণসংযোগ শুরু

১৭

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

১৮

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

১৯

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

২০
X