মোস্তফা কামাল
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

মগের মুল্লুক-পচা শামুক: এক্সট্রিমে সরকার

মগের মুল্লুক-পচা শামুক: এক্সট্রিমে সরকার

অবস্থা বা পরিণতি যা-ই হোক, বিদেশি চাপে মাথা না নোয়ানোর পাকা সিদ্ধান্তে স্থির সরকার। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ইত্যাদি বিশেষায়িত নির্বাচনের তাগাদা দেওয়া দেশগুলোর আসল উদ্দেশ্য নির্বাচন নয়—সরকার তা নিশ্চিত। গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত কিছু কঠিন কথা বলেছেন। ‘আমি বঙ্গবন্ধুর মেয়ে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের বলেছেন, যা হয় হবে, কোনো চাপের কাছে মাথা নোয়াব না।’

প্রধানমন্ত্রী এ ধরনের কিছু বার্তা আগেও দিয়েছেন। ‘যুক্তরাষ্ট্র চাইলে সবই হয়, তারা বোধহয় আমাকেও আর চাচ্ছে না’—এমন চাঁছাছোলা উচ্চারণ করতেও ছাড়েননি। মোট কথা প্রধানমন্ত্রী কোনো কথা ‘তোলা’ রাখেননি। যা বলার তার চেয়েও বেশি বলেছেন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলোচিত হিরো আলমের ওপর দুঃখজনক হামলার ঘটনায় জাতিসংঘ ছাড়াও ঢাকায় পশ্চিমা মিশনগুলোর বিবৃতির মধ্যেও সরকার কিছু বাজে গন্ধ মালুম করছে। এর মধ্যে পচা শামুক দিয়ে হলেও সরকারের পা কাটার আয়োজন অনেকটা স্পষ্ট। এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভ ধরে রাখতে না পেরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেই ফেলেছেন, ‘বাংলাদেশকে তারা একটা মগের মুল্লুক পেয়েছে।’ তথ্যমন্ত্রীর কথার মধ্যে সরকারের মানসিকতার আরও তীব্র প্রকাশ। এসব দেশের কূটনীতিক বাংলাদেশে বিরোধী দলের ভূমিকায় নেমেছেন বলে মূল্যায়ন তার। ঢাকা-১৭ আসনে জুলাই ১৭, ২০২৩ তারিখে অনুষ্ঠিত উপনির্বাচনে যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, তিনিই এখন বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। নির্বাচনে কারচুপি নিয়ে অভিযোগ করার কারণে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। সে ঘটনা নিয়ে পশ্চিমা দেশগুলোর ঢাকায় রাষ্ট্রদূতরা প্রতিবাদ করে বিবৃতি দিয়েছেন, যার সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট আকারে প্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্রের ফেসবুকে। হোস্ট কান্ট্রিতে বসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড দূতাবাস কর্মকর্তাদের এ বিবৃতিটি পরামর্শে ভরপুর। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই উল্লেখ করে তারা এর পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। আর আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে আহ্বান তো আছেই।

এর মধ্যে ঘটে গেছে আরেকটি নতুন কাণ্ড। আর সেটি হচ্ছে, জাতিসংঘের কোনো প্রতিনিধিকে তলব করা। উপনির্বাচনের দিন হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ওই ঘটনার প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। এ সময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকে—সরকারের এমন প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়। গোয়েন লুইস এই মুহূর্তে বাংলাদেশে না থাকায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আগেও নানা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনীতিকদের তলব করেছে। তবে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশের নজির নেই। সরকার মনের সুখে বা এমনি এমনিতেই জাতিসংঘের প্রতিনিধিকে তলবের ফ্যাশন শো করেছে মনে করার কোনো কারণ নেই। এর পূর্বাপরের ঘটনাগুলোতে চোখ ফেললেই বেশ কিছু ক্লু মেলে। হিরোকে মারার ২৪ ঘণ্টার সিকোয়েন্সগুলোর মধ্যে রয়েছে—জাতিসংঘের উদ্বেগ। ছবিসহ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের টুইট। এর পরপরই সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ প্রতিনিধিকে কথা দিয়েছেন, কারা কী উদ্দেশ্যে আলমকে মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আশ্বস্ত করে বলেছেন, এরই মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। হিরোর জন্য ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের সংবাদ সম্মেলনে উদ্বেগ। বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে বার্তা। এরপর উদ্বেগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। প্রধান নির্বাচন কমিশনারের ডিএমপি কমিশনারকে তাৎক্ষণিক নির্দেশনা হিরো আলমের ওপর হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার। তার ওপর হামলা নিয়ে উত্তর দিতে দিতে নাস্তানাবুদ ঢাকা-১৭ রিটার্নিং কর্মকর্তাসহ হাই-অফিসিয়ালরা। প্রশ্নবিদ্ধ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা। মিডিয়া ফেস করতে গিয়ে বিব্রত অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ বড় দুই দলের রাজনৈতিক কর্মসূচির বক্তব্যের বড় অংশজুড়েই সে হামলার প্রসঙ্গ। প্রথম দিকে অনেক গণমাধ্যম হামলার ঘটনাটি কিছুটা ব্যাকফুটে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি অডিয়েন্সের চাহিদা জোগানের প্রশ্নে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, সচিবালয়, নির্বাচন কমিশন, রাজনৈতিক মঞ্চ, থানা-পুলিশ-আদালত, সর্বত্র আলোচনায় বাধ্য হয়েই দিনভর হেডলাইনে রাখতে হয় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এটাই বাস্তবতা। হিরো আলম ইস্যুতে বিদেশিদের বিবৃতির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রদূতদের ‘অ্যাকটিভিস্ট’ আখ্যা দিয়ে প্রশ্ন করেন—আমেরিকা বা লন্ডনে লোক মরলে কি তারা দল বেঁধে বিবৃতি দেয়? তাহলে বাংলাদেশ নিয়ে তাদের এত হৈ চৈ কেন? পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ‘বাংলাদেশ কি মগের মুল্লুক?’ হিরো আলম প্রশ্নে রাজনীতির ছকে আটকে গেছে সরকার। ঢাকা-১৭ আসনের ঘটনায় ভাবনার উপাদান ও মাত্রা প্রচুর। এরপরও ভোটার খরা আর স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার মধ্যে ভোটে জয়ের আনন্দে ক্ষমতাসীন দলের প্রার্থী। ভোটের অঙ্ক কতটা সম্মানের, সাধারণ কাণ্ডজ্ঞানের মানুষ মাত্রই উপলব্ধিযোগ্য। সম্পূর্ণ ব্যালট পেপারে নেওয়া এ নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটারের মধ্যে ৩৭ হাজার ৩৭ জন ভোট দিয়েছেন। বাতিল হয়েছে ৩৮৩ ভোট। নির্বাচনের আচানক শোটি প্রদর্শন হলো দেশের কূটনৈতিকপাড়ায়। সুষ্ঠু না হলে হয়তো অঙ্গীকারমতো নাকে খত দিয়ে পদত্যাগ করতেন ডিএমপি কমিশনার। নিশ্চয়ই সুষ্ঠু হয়েছে বলে তিনি পদত্যাগ করেননি। নামিদামি এ নির্বাচনী এলাকার প্রায় ৮৯ শতাংশ ভোটার ভোটই দেননি। মোট ভোটের ৮ শতাংশে (২৮ হাজার ৮১৬ ভোটে) জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আলোচিত হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। আর বোনাস হিসেবে বাংলা মার। ঢাকায় বিদেশি কূটনীতিক এবং কূটনীতিকপাড়ায় অবস্থানরত সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলও দেখল-জানল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য অংশীদারত্বমূলক নির্বাচনের জন্য বিদেশিরা যখন বাংলাদেশের ওপর অবিরাম চাপ বাড়াচ্ছে, তখন যেনতেন এক প্রার্থীকেও সহ্য করতে না পারা এবং তার ওপর ন্যক্কারজনক হামলা। এ সরকারের অধীনে আর নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কথিত এ হিরো। এ ঘটনায় কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত—তা নিয়ে আলোচনা চলছে অরাজনৈতিক মহলেও। আন্তর্জাতিক মহলের কাছেও সাবজেক্ট এখন তিনি। নির্বাচনটি নিয়ে কিছু প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আওয়ামী লীগের ভোটাররাইবা গেল কই? ৩ লাখ ২৫ হাজার ভোটারের মধ্যে আওয়ামী লীগের ভোটব্যাংকে ভোটারের সংখ্যা ২৮ হাজারের নিচে নেমে চলে এসেছে। কোথায় গেলেন তারা? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যখন দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা, তখন হিরো আলমের ওপর আক্রমণ। বিজয়ী আরাফাত এর পেছনে নাটক-ষড়যন্ত্র সন্দেহ করেছেন। নাটক হয়ে থাকলে কেন্দ্রের সামনে এতবড় নাটক পুলিশ কেন আটকাল না? নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন বড় সুষ্ঠু-সুন্দর হয়েছে। এ ছাড়া বিনা ভোট বা রাতে ভোট করে ফেলার কলঙ্ক নেই। হিরো আলমের মতো একজন যেনতেন প্রার্থীকে মারধর করে নির্বাচনে জিততে হলে শক্ত প্রার্থী থাকলে কী দশা হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচনের আর কী নমুনা হবে বা হতে পারে—এ প্রশ্নেরও জবাব মিলে গেছে। মাত্র পাঁচ মাসের এমপি নির্বাচিত হতেই এমন অ্যাকশন করতে হলে পাঁচ বছরের জন্য এমপি নির্বাচিত হতে তারা কি না করবেন? নির্বাচন সামনে রেখে ঢাকা সফর করা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল চলে গেছে। রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি না, তা বোঝার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। নির্বাচনের দিন তারা ওই কূটনৈতিকপাড়ায়ই ছিলেন। ঢাকায় নিযুক্ত বাদবাকি বিদেশি কূটনীতিকদের দপ্তর ও আবাস ওই এলাকায়ই। লাইভ দেখার মোজে তারা সব দেখেছেন। আর রাজনীতির বিভাজন যে মগের মুল্লুকের অডিয়েন্স বাড়াচ্ছে, তা স্পষ্ট দেখছেন সাধারণ কাণ্ডজ্ঞানের যে কেউই।

লেখক: কলামিস্ট, ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১০

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১১

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১২

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৩

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৪

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

১৫

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

১৬

৫ কাজ করতে পারবেন না ডাকসুর প্রার্থীরা

১৭

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

১৮

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

১৯

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

২০
X