

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সকাল ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন তিনি।
দেওয়ানপাড়া ভাসানটেক এলাকায় বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার চালাবেন নির্বাচনী পরিচালনা কমিটি প্রধান সমন্নয়ক আব্দুস সালাম।
এদিকে, রাজশাহী মাদ্রাসা ময়দানে দুপুর ২টায় সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জামায়াতের কর্মসূচি
দুপুর ২টায় মিরপুর-১-এ ওয়াক-আপ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন