মাওলানা নিজামুল হক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

ইসলাম সুখী ও ভারসাম্য জীবনের শিক্ষা দেয়

ইসলাম সুখী ও ভারসাম্য জীবনের শিক্ষা দেয়

সুখী-সমৃদ্ধ জীবনের জন্য ভারসাম্য রক্ষা করা খুব জরুরি। ইসলাম মানুষকে এ কথাই বলে। কোনো বিষয়ে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির স্থান ইসলামে নেই। ইসলাম গুরুত্ব দেয় বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির মধ্যে মধ্যমপন্থাকে। আল্লাহতায়ালা আমাদের মধ্যপন্থি জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং সব ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করতে বলেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো; নিশ্চয়ই সুরের মধ্যে গর্দভের সুরই সবচেয়ে অপ্রীতিকর।’ (সুরা লোকমান: ১৯)। আবু হুরায়রা (রা.) বলেন, নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই দ্বীন সহজ। যে ব্যক্তি অহেতুক দ্বীনকে কঠিন বানাবে, তার ওপর দ্বীন জয়ী হয়ে যাবে। (অর্থাৎ মানুষ পরাজিত হয়ে আমল ছেড়ে দেবে) সুতরাং তোমরা সোজা পথে থাকো এবং (ইবাদতে) মধ্যমপন্থা অবলম্বন করো। তোমরা সুসংবাদ নাও। আর সকাল-সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদত করার মাধ্যমে সাহায্য নাও।’ (বোখারি: ৩৯)

ইসলাম কোনো ইবাদতের ক্ষেত্রে কঠিন তথা বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তিনজন লোক রাসুল (সা.)-এর স্ত্রীদের ঘরে আসল। তারা রাসুল (সা.)-এর ইবাদত-বন্দেগি সম্পর্কে জানতে চাইল। যখন তাদের এ সম্পর্কে জানানো হলো, তখন তারা যেন এটাকে অপ্রতুল মনে করল। আর বলল, রাসুল (সা.) কোথায় আর আমরা কোথায়? তার আগে-পরের সব গোনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাদের একজন বলল, আমি সারা রাত নামাজ পড়তে থাকব। আরেকজন বলল, আমি সারা জীবন রোজা রাখব। কখনো রোজা ছাড়ব না। আরেকজন বলল, আমি নারীদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখব, কখনো বিয়ে করব না। এরই মধ্যে রাসুল (সা.) তাদের কাছে আসলেন। আর বললেন, তোমরা তো এরকম-সেরকম কথা বলেছ। আল্লাহর কসম! তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি। তার সম্পর্কে বেশি তাকওয়া অবলম্বন করি। কিন্তু আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দিই। আমি নামাজ পড়ি আবার নিদ্রা যাই। আর বিয়েশাদিও করি। যে আমার এসব আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার দলভুক্ত নয়। (বোখারি ও মুসলিম)।

আমাদের যেহেতু সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত সব কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সম্পাদন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমাদের উচিত মধ্যমপন্থা অবলম্বন করা। হজরত হাকাম বিন হাজন কুলাফি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে মানব সকল! তোমাদের যেসব কর্মের আদেশ করা হয়, তার প্রত্যেকটাই পালন করতে তোমরা কখনোই সক্ষম হবে না। তবে তোমরা মধ্যমপন্থা অবলম্বন করো এবং সুসংবাদ নাও।’ (আবু দাউদ: ১০৯৮)

তাই আমাদের উচিত আকিদা থেকে শুরু করে ইবাদত, চরিত্র-মাধুর্য, বিচার-ফায়সালা, সাক্ষ্যদান, আবেগ-অনুভূতি, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অর্থাৎ মানবজীবনের সব ক্ষেত্রেই মধ্যমপন্থা অবলম্বন করা। কারণ মধ্যমপন্থাই মানুষকে গন্তব্যে পৌঁছায়। এ সম্পর্কে হাদিসে আলোচিত হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কস্মিনকালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দেবে না। তারা বললেন, হে আল্লাহর রাসুল! আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না। তবে আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে ও রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। (বোখারি ও মুসলিম)।

লেখক: ইমাম ও খতিব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমজীবী-ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারুজ্জামানের মতবিনিময়

অভিযানেও থামানো যাচ্ছে না জেলেদের

শহিদুল আলমের ফ্রিডম ফ্লোটিলা জাহাজ আটক করেছে ইসরায়েল

‘সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে’ 

মাদকসেবীসহ ৩ জনের কারাদণ্ড

নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন, বিস্ফোরক মন্তব্য নুরের 

আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে লড়াই শুরু আজ

ব্রাহ্মণবাড়িয়ায় মরুর ফল চাষে সাফল্য

সালমানের ফার্ম হাউস নিয়ে যা বললেন রাঘব

ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলের বিস্ফোরক দাবি

১০

বদলে গেল আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো ম্যাচের ভেন্যু

১১

ভাত-ভর্তা প্রিয় বাঙালিদের জন্য ১১ পদের রেসিপি

১২

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

১৩

অ্যান্টিভেনম দিয়েও শেষ রক্ষা হয়নি সোহেলের

১৪

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিল বিসিবি

১৫

কমলালেবু কাণ্ডে বিতর্কে অক্ষয়

১৬

৮ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

১৮

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

১৯

হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

২০
X