ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

পরিকল্পনাতেই ‘বাদ’ রিয়াদ

পরিকল্পনাতেই ‘বাদ’ রিয়াদ

দল ঘোষণা সকাল সাড়ে ৯টায়—তার আগেই বিসিবিতে ছোটখাটো একটি বৈঠকে বসেছিলেন নির্বাচকরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরই সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেন তারা। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলেন; যেখানে নেই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ বছর বয়সী এ ব্যাটার যে থাকছেন না, তা শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যেই অনুমেয় ছিল। তবুও বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষিত দলে জায়গা হয়নি রিয়াদের। কারণ হিসেবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাকেই উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ, এশিয়া কাপের দলে জায়গা না হওয়ায় বিশ্বকাপেও অনিশ্চিত রিয়াদ। টেস্ট, টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও পুরোপুরিভাবে বাদ পড়তে যাচ্ছেন তিনি। সর্বশেষ মার্চে আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়েছেন রিয়াদ। তখন টিম ম্যানেজমেন্ট থেকে বিশ্রামের কথা বলা হয়েছিল। পরপর তিন সিরিজেই ছিলেন দলের বাইরে। এশিয়া কাপে ফিরতে প্রচুর পরিশ্রম করলেও জায়গা হয়নি তার। রিয়াদের না থাকার ব্যাখ্যায় নান্নু বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা। ওই চিন্তাভাবনা করেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’ ম্যানেজমেন্টের চিন্তাভাবনার সঙ্গে একমত ছিলেন নির্বাচকরাও। প্রধান নির্বাচকের কথায় সেটি স্পষ্ট, ‘ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটি ভালো। ওদের সঙ্গে যেহেতু প্রধান কোচের একটা পরিকল্পনা আছে, দল কীভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গেও আলোচনা হয়েছে।’

আপাতত এশিয়া কাপের দলে জায়গা হয়নি রিয়াদের। তবে বিশ্বকাপের দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন রিয়াদ, এ ধরনের কোনো মন্তব্য এখনই করতে চান না নির্বাচকরা। নান্নু বলেছেন, ‘এখন বিশ্বকাপের দল নয়, এশিয়া কাপের দল। বিশ্বকাপের দল দিই, তারপর আপনাদের জানানো হবে (আছে কি নেই)। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা করছি। এশিয়া কাপে টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়।’ শুধু মাহমুদউল্লাহই নন, আলোচনায় থাকা সৌম্য সরকারকেও রাখা হয়নি ১৭ জনের এ স্কোয়াডে। যদিও এশিয়া কাপের দলে সৌম্যর ব্যাপারে কোনো ধরনের আলোচনাই হয়নি বলে জানান নান্নু, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম। কারণ, ঘরোয়া ক্রিকেটে তার যথেষ্ট খারাপ গেছে। এজন্য ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’ তবে লম্বা সময় পর দলে ফিরেও ব্যর্থ মোহাম্মদ নাঈমকে আরও একবার সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। নাঈমকে রাখার ব্যাখ্যায় নান্নু বলেছেন, ‘নাঈম ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছে। ইমার্জিং কাপে খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু অটল। এর সঙ্গে যেহেতু আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। এজন্য আমরা চিন্তা করেছি ওকে আরেকটু সুযোগ দেওয়া যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি করতে গিয়ে ২ যুবকের করুণ পরিণতি

‘২০০৪ সালে কেঁদেছিলাম, এবারো একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো’

ঢাকার আর্চবিশপ হাউসে রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, জিম্মি ৩ সদস্য

ইকুরিয়া বিআরটিএতে অভিযান, কারাগারে ২ দালাল

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল 

ঋণ জালিয়াতি মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

যে কৌশলে ৩৭ বছর পর ভারত-বধ

তারেক রহমানকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে হবে : রিজভী

পাকিস্তানে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২১

১০

র‍্যাবের অভিযানে ৭২০ পিস গুলিসহ এয়ারগান উদ্ধার

১১

জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

১৩

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৪

লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা গেল এতিমখানায়

১৫

জানা গেল শবে বরাত কবে

১৬

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৭

আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ মহাসচিব

১৮

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না : চীনা রাষ্ট্রদূত

১৯

‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্বের কথা জানালেন প্রধান উপদেষ্টা

২০
X