

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে (ইকুরিয়া) অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই দালালকে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকায় দালাল চক্রের দুজনকে তিন মাসের দণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আর তিনজনকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র, টাকা পয়সা নিয়ে দালালচক্র পালিয়ে যায়। তাই দালালদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। গ্রাহকরা সরাসরি বিআরটিএর কর্মকর্তা কর্মচারীর কাছে আসলে দ্রুত সেবা পাবেন।
মন্তব্য করুন