আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩২ জনের এ স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শেখ রাসেলের ফরোয়ার্ড দিপক রায় ও আজমপুর উত্তরা এফসির সারোয়ার জাহান নিপু। আগামীকাল থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে যাওয়া অনুশীলন ক্যাম্পের দলে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও। কোচ হাভিয়ের ক্যাবরেরার চাওয়া পারফরম্যান্সের ধারাবাহিকতা। ক্যাম্পের দল ঘোষণার পর তিনি বলেছেন, ‘আমরা সামনে তাকাচ্ছি। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
প্রাথমিক দল
গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।
মিডফিল্ডার: সোহেল রানা (কিংস), শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (ঢাকা আবাহনী), আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।
মন্তব্য করুন