শ্রীলঙ্কার কাছে হেরে বেশ চাপেই পড়েছে বাংলাদেশ। গতকাল আফগানিস্তান ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চেহারায়ও চাপের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। লঙ্কানদের কাছে হারের পর এবার এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচ খেলতে যাচ্ছে তার দল। আফগানদের হারাতে না পারলে শ্রীলঙ্কার পরিবর্তে ঢাকার বিমান ধরতে হবে তাদের। এমন সমীকরণের সামনে দাঁড়ানো ম্যাচের আগে হাথুরু জানালেন, ‘আমরা জানি এটি অবশ্যই জিততে হবে।’
২০১২, ১৬ ও ১৮ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ৬ বছরে তিনবার ফাইনাল খেলা দলের এখন সুপার ফোরে খেলতে মেলাতে হচ্ছে অনেক সমীকরণ। এবারও ফাইনাল খেলার ভাবনা আছে কি না—এমন প্রশ্নে হাথুরু বলেছেন, ‘ফাইনাল নিয়ে ভাবার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার বিপক্ষে সামর্থ্যের ছাপ রাখতে পারেননি জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি শেষ ম্যাচে। আমরা নিজেদের ঠিকভাবে প্রতিনিধিত্বও করতে পারিনি। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের সেরা খেলা আগামীকাল (আজ) আফগানিস্তানের বিপক্ষে নিয়ে আসতে পারব।’ আফগানদের বিপক্ষে জেতার ব্যাপারে যতটা আত্মবিশ্বাসী হাথুরু, ততটাই সতর্ক রশিদ খান, মুজিবউর রহমান ও ফজলহক ফারুকিদের বোলিং নিয়ে।
আফগান বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটি আমাদের জন্য চ্যালেঞ্জ। সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি, ব্যাটাররা সাফল্য পেয়েছে কিছু। এটি নির্ভর করছে ওই দিনে আপনি কীভাবে পারফর্ম করেছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলেছিলেন দুই ওপেনার। চোটের জন্য এমন পরিস্থিতিতে পড়ায় তাদের সমর্থনের বিকল্প দেখছেন না হাথুরু, ‘টপঅর্ডারে এরকম অভিজ্ঞতা না থাকা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে।’
আফগানিস্তান ম্যাচের আগে মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা থেকে লাহোরে পৌঁছে গতকালই অনুশীলন করেছেন সাকিব আল হাসানরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে কি না—প্রশ্নে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমার তেমন মনে হয় না। এখানে সবাই এশিয়ার দেশ। আমরা যখন মিরপুরে অনুশীলন করেছি, তখনো গরম ছিল। আমার মনে হয় না পারফরম্যান্সে কোনো ইম্প্যাক্ট ফেলবে।’ এশিয়া কাপে যখন দলের এমন অবস্থা, তখন বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন হাথুরু, ‘আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না এই মুহূর্তে। ফোকাস হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।’ অর্থাৎ বাংলাদেশের পুরো ভাবনা এখন আফগানিস্তান ম্যাচ ঘিরে। কেননা এ ম্যাচে হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্টে থেকে।
মন্তব্য করুন