

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
নির্বাচনী প্রচারণা
সেকশন ১০ এর সাদা পানির ট্যাংকি থেকে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক। কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে দুপুর ২টা গণসংযোগ শুরু করবেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (কোদাল প্রতীক)। এতে উপস্থিত থাকবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। সকাল ১০টায় ৫৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন। বাদ আসর খিলগাঁওয়ে স্টাফ কোয়ার্টার জামে মসজিদ এলাকা থেকে গণসংযোগ করবেন ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মোহাম্মদপুর টাউনহল মাঠ থেকে দুপুর আড়াইটায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা-১৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি
অনুষ্ঠিতব্য গণভোটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াত আমিরের কর্মসূচি
দুপুর ২টায় মিরপুর-১০ গোলচত্বরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনী ক্যাম্পেইন শুরু উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথ থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন