স্পোর্টস ডেস্কস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনা শুক্রবার ভোরে জিতেছিল লিওনেল মেসির নৈপুণ্যে। ব্রাজিল শনিবার ভোরে জিতেছে নেইমারের নৈপুণ্যে। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচে গোল পেয়েছেন নেইমার।

পেলের রেকর্ড শনিবার ভোরে বেলেমে নেইমার ভাঙতে পারবেন কি না, তা নিয়ে উদগ্রীব ছিল সবাই। প্রথমে পেনাল্টি মিস করলেও জোড়া গোল করে নেইমার ভেঙেছেন রেকর্ড। জোড়া গোল করেই থামেননি, করিয়েছেনও। তার একক নৈপুণ্যে ব্রাজিলের কাছে বলিভিয়া উড়ে গেছে ৫-১ গোলে। নেইমারের মতো জোড়া গোল করেছেন রদ্রিগো। অন্য গোলটি রাফিনিয়ার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল এখন নেইমারের (৭৮)। ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে শুরুটা ছিল ব্রাজিলের মতোই দাপুটে। বল দখল ও আক্রমণ দুটিতেই এগিয়ে ছিল সেলেসাওরা। মাত্র ২ মিনিটের মাথায় নিজের উপস্থিতির জানান দেন নেইমার। ১০ মিনিটে গোলের সুযোগও তৈরি করে ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারায়েস সঠিক সময়ে বল পা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় গোল পাওয়া হয়নি ব্রাজিলের। ম্যাচের ১৫ মিনিটে রদ্রিগো-নেইমারের সমন্বিত আক্রমণের চাপ সামলাতে না পেরে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় বলিভিয়া। আর এই পেনাল্টি নেইমারের সামনে সুযোগ করে দেয় ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলে পেলেকে ছাড়িয়ে সবার ওপরে ওঠার। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি নেইমার। তার মাটি কামড়ানো দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক ভিসকারা। ৩-০ গোলে এগিয়ে গিয়ে তখন রীতিমতো উড়ছিল ব্রাজিল। ব্রাজিলের খেলায়ও ফুটে উঠছিল সেই আত্মবিশ্বাস। যার ধারাবাহিকতায় নেইমার পেয়ে যান পেলেকে ছাড়িয়ে যাওয়া গোলটিও। ম্যাচের ৬১ মিনিটে দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে লক্ষ্য ভেদ করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। এই গোলটি করে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলে এককভাবে চূড়ায় উঠেছেন তিনি। এর ফলে পেলের ৭৭ গোল ছাড়িয়ে নেইমারের গোল এখন ৭৮। চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন নেইমার। যার ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। পেলেকে পেছনে ফেলার পর তিনি বলেছেন, ‘এই রেকর্ড ছোঁয়া এবং পেরোনোর অনুভূতিটা অসাধারণ। কেউই ভাবেনি ওই রেকর্ড কোনোদিন ভাঙা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রদর্শনী / ‘দেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা সবার কাছে পৌঁছে দিব’

কী বলা হয়েছে জুলাই সনদের অঙ্গীকারনামায়

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

ঝিনাইদহে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে কালবেলা পাঠকপ্রিয়তা অর্জন করেছে’ 

কলেজে নেই শিক্ষক, ৮ শিক্ষার্থীর সবাই ফেল

ফল খাওয়া নিয়ে ৫ ধারণা — বিজ্ঞান যা বলে

উইন্ডিজ সিরিজে কেমন হবে মিরপুরের উইকেট?

জুলাই সনদে স্বাক্ষর করল বিভিন্ন রাজনৈতিক দল

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যারা এলেন 

কীভাবে কাজ করবেন, জানালেন নবনির্বাচিত রাকসু ভিপি

১০

ভারতের পুলিশ কর্মকর্তার ঘুষকাণ্ড, কোটি টাকা-সোনা-বিলাসবহুল গাড়ি জব্দ

১১

বর্ণিল আয়োজনে বগুড়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

শেরপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা / ‘কালবেলা এখন মানুষের কাছে নির্ভরযোগ্য গণমাধ্যম’

১৩

গাজীপুরে ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

১৫

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

১৬

থানচিতে খুদে সাংবাদিকদের সঙ্গে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

১৮

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

দাড়ি থাকা পুরুষদের প্রেমে কেন পড়ে নারীরা?

২০
X