স্পোর্টস ডেস্কস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

পেলের রেকর্ড ভাঙলেন নেইমার

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনা শুক্রবার ভোরে জিতেছিল লিওনেল মেসির নৈপুণ্যে। ব্রাজিল শনিবার ভোরে জিতেছে নেইমারের নৈপুণ্যে। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচে গোল পেয়েছেন নেইমার।

পেলের রেকর্ড শনিবার ভোরে বেলেমে নেইমার ভাঙতে পারবেন কি না, তা নিয়ে উদগ্রীব ছিল সবাই। প্রথমে পেনাল্টি মিস করলেও জোড়া গোল করে নেইমার ভেঙেছেন রেকর্ড। জোড়া গোল করেই থামেননি, করিয়েছেনও। তার একক নৈপুণ্যে ব্রাজিলের কাছে বলিভিয়া উড়ে গেছে ৫-১ গোলে। নেইমারের মতো জোড়া গোল করেছেন রদ্রিগো। অন্য গোলটি রাফিনিয়ার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল এখন নেইমারের (৭৮)। ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে শুরুটা ছিল ব্রাজিলের মতোই দাপুটে। বল দখল ও আক্রমণ দুটিতেই এগিয়ে ছিল সেলেসাওরা। মাত্র ২ মিনিটের মাথায় নিজের উপস্থিতির জানান দেন নেইমার। ১০ মিনিটে গোলের সুযোগও তৈরি করে ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারায়েস সঠিক সময়ে বল পা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় গোল পাওয়া হয়নি ব্রাজিলের। ম্যাচের ১৫ মিনিটে রদ্রিগো-নেইমারের সমন্বিত আক্রমণের চাপ সামলাতে না পেরে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় বলিভিয়া। আর এই পেনাল্টি নেইমারের সামনে সুযোগ করে দেয় ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলে পেলেকে ছাড়িয়ে সবার ওপরে ওঠার। কিন্তু সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি নেইমার। তার মাটি কামড়ানো দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক ভিসকারা। ৩-০ গোলে এগিয়ে গিয়ে তখন রীতিমতো উড়ছিল ব্রাজিল। ব্রাজিলের খেলায়ও ফুটে উঠছিল সেই আত্মবিশ্বাস। যার ধারাবাহিকতায় নেইমার পেয়ে যান পেলেকে ছাড়িয়ে যাওয়া গোলটিও। ম্যাচের ৬১ মিনিটে দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে লক্ষ্য ভেদ করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। এই গোলটি করে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলে এককভাবে চূড়ায় উঠেছেন তিনি। এর ফলে পেলের ৭৭ গোল ছাড়িয়ে নেইমারের গোল এখন ৭৮। চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন নেইমার। যার ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। পেলেকে পেছনে ফেলার পর তিনি বলেছেন, ‘এই রেকর্ড ছোঁয়া এবং পেরোনোর অনুভূতিটা অসাধারণ। কেউই ভাবেনি ওই রেকর্ড কোনোদিন ভাঙা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার বার্তা জাতিকে ঐক্যের পথে ডাকে : জোনায়েদ সাকি

বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

ছোটবেলায় অনেক পাজি ছিলেন, কেয়া পায়েলকে নিয়ে ভক্তের মন্তব্য

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন

বিসিবিকে কি সময় বেঁধে দিয়েছে আইসিসি, জানা গেল আসল তথ্য

পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়বেন : হাবিব 

রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের জন্য : তারেক রহমান

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন রুমিন ফারহানা

রাজনীতি হবে সেবার জন্য, কর্তৃত্বের জন্য নয় : রবিউল আলম

১০

জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ

১১

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

১২

দুইয়ে এমবাপ্পে, শীর্ষে রোনালদো

১৩

জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা দক্ষিণ বিএনপির পুষ্পস্তবক অর্পণ

১৪

চেকপোস্টে ধরা পড়ল ১০টি আগ্নেয়াস্ত্র

১৫

অমিতের সঙ্গে নাচলেন কালজয়ী গানে শাবনূর

১৬

রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট 

১৭

আফ্রিকায় গোপন কারাগারের সন্ধান, ২০০ অভিবাসী মুক্ত

১৮

তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

১৯

অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০
X