শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ছবি : সংগৃহীত

৩রা জানুয়ারি থেকে ২২ জানুয়ারি। ২০ দিনের নাটকীয় ঘটনাপ্রবাহের পর আজ বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না লিটন-মোস্তাফিজরা। ফলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া আইসিসি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার অপেক্ষা। বাংলাদেশ কী বিশ্বকাপে খেলতে পারবে নাকী তাদের জায়গায় কপাল খুলবে স্কটল্যান্ডের? এই গল্পের সমাপ্তির আগে একনজরে দেখে নিতে পারেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের ইস্যুকে কেন্দ্র করে গোটা ক্রিকেট দুনিয়ায় কীভাবে, কেমন উত্তাপ ছড়িয়েছে গত ২০ দিন।

৩ জানুয়ারি ২০২৬ গোটা ক্রিকেট দুনিয়াকে অবাক করেই গত ৩রা জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেয়। এ ঘটনা রীতিমতো ঝড় তুলে। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। শুধু তাই নয়? জবাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ করেন।

৪ জানুয়ারি ২০২৬ মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার একদিন পর ৪ঠা জানুয়ারি টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। এরপর আসিফ নজরুল জানান, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না। সেইসঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরানোর অনুরোধ জানায় আইসিসিকে।

৫ জানুয়ারি ২০২৬ শুধু কথায় নয়? এবার কথার প্রতিফলন দেখা গেল বাস্তবেও। মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়।

৬ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের এমন ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে গোটা ক্রিকেট দুনিয়া। আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় বিসিবির। ক্রিকইনফোর খবরে বলা হয়, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানো সম্ভব নয়। উত্তাপ আরও বেড়ে যায়।

৭ জানুয়ারি ২০২৬ বিসিবি জানায়, আইসিসি আলটিমেটাম দেয়নি। ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেন, দেশের মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা তখন বাংলাদেশের ক্রিকেট ছাপিয়ে হয়ে যায় দেশের মর্যাদা রক্ষার হাতিয়ার।

৮ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফায় ইমেইল করে বিসিবি। ৩ তারিখ থেকে ৮ তারিখ টানা ছয়দিন নানা ঘটনাপ্রবাহের মধ্যে রীতিমতো উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন।

১২ জানুয়ারি ২০২৬ কয়েকদিন বিরতি দিয়ে ১২ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির নিরাপত্তা দল ভারতে মোস্তাফিজসহ বাংলাদেশ দলের জন্য তিনটি বড় ঝুঁকির কথা বলেছে। উপদেষ্টা আবারও ভারতে না যাওয়ার অনড় অবস্থানের কথা বলেন।

১৩ জানুয়ারি ২০২৬ তার একদিন পর ১৩ জানুয়ারি বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে।

১৬ জানুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি আসার কথা জানানো হয়। ঢাকায় এসে বিসিবি কর্তাদের পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করার ঘোষণা আসে আইসিসির প্রতিনিধি দলের।

১৭ জানুয়ারি ২০২৬ ঘোষণা অনুযায়ী ১৭ জানুয়ারি শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি আবারও বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দেয়। গণমাধ্যমগুলো জানায়, ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের অনুরোধও করেছে বাংলাদেশ।

১৮ জানুয়ারি ২০২৬ পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পিসিবি।

১৯ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার খবর আসে এবং এটাও শোনা যায়, আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা বেঁধে দিয়েছে।

২০ জানুয়ারি ২০২৬ ক্রীড়া উপদেষ্টা আবারও সাফ জানিয়ে দেন, কোনো ‘অযৌক্তিক চাপে’ পড়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি পিসিবির।

২১ জানুয়ারি ২০২৬ আইসিসি বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। ভোটাভোটিতে বাংলাদেশ কেবলমাত্র পাকিস্তানকে তাদের পাশে পায়। অন্য সকলেই বাংলাদেশের বিকল্প দল চায়। সেইসঙ্গে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে ভারতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিন সময় বেধে দেওয়া হয়।

২২ জানুয়ারি ২০২৬ আইসিসির বেধে দেওয়া ২৪ঘণ্টা আলটিমেটামের উত্তর দিতে আজ ক্রিকেটারদের সঙ্গে বিসিবি কর্তাদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে আজ বৃহস্পতিবার আবারও নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান আসিফ নজরুল। এখন অপেক্ষা আইসিসির চূড়ান্ত ঘোষণার। স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ উপহার দিবে নাকি ‘মিরাকল’ কিছু দেখবে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

বিএনপির আরেক নেতাকে গুলি

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১০

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১১

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

১২

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

১৩

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

১৪

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

১৫

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

১৬

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

১৭

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

১৮

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১৯

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

২০
X