সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতায় গেলে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএনপি’

সাভারে এক আলোচনা সভায় বক্তব্য দেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
সাভারে এক আলোচনা সভায় বক্তব্য দেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাট দখলকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

তিনি বলেন, আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও সন্ত্রাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকায় শহীদ মজনু অ্যাকাডেমিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রাক্কালে তিনি দলীয় অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও নিরাপদ জীবনের পক্ষে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ফুটপাত দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা, জোরপূর্বক চাঁদাবাজি এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার আদর্শ বুকে ধারণ করেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।

অনুষ্ঠান শেষে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X