বিকেএসপির বিকেএসপি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের অনুষ্ঠিত নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
নির্বাচনে বিভিন্ন প্রার্থী ১০ পদের জন্য লড়েছেন। ভোটের লড়াইয়ের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলমগীর আলম (সাধারণ সম্পাদক), মো. জয়নাল আবেদিন (যুগ্ম সম্পাদক), মো. রাহিদ আলম (কোষাধ্যক্ষ), মো. হারুন অর রশিদ সিকদার (সদস্য), মো. কামরুল ইসলাম (সদস্য), মো. পান্নু মল্লিক (সদস্য), মো. সুরুজ্জামান (সদস্য), মো. শহিদুল ইসলাম (সদস্য), মো. রোস্তম আলী (সদস্য) ও মো. কামরুজ্জামান (সদস্য)। প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন