শেষ ছয় বলে ভারতের চার ব্যাটারকে সাজঘরে ফেরায় অস্ট্রেলিয়ান বোলাররা। তবে সেটা কিছুটা দেরিই হয়ে গেল বললে ভুল হবে না। ততক্ষণে আসল কাজটা করে ফেলে রিঙ্কু সিং ও জিতেশ শর্মার জুটি। দলকে লড়াইয়ের পুঁজি পেতে পথ দেখায় এ জুটি। বিশেষ করে রিঙ্কুর ৪৬ রানের দুর্দান্ত ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ১৭৫ রানের চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত। গতকাল রায়পুরে টস হেরে আগে ব্যাটিং করা ভারত নির্ধারিত ওভারে ৯ উইকেটে তোলে ১৭৪ রান।
ইনিংসের শুরু থেকে দারুণ ছিল ভারতের উদ্বোধনী জুটি। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়ার। ব্যর্থ হন শ্রেয়াস আইয়ার ও অধিনায়ক সূর্যকুমার যাদবও। শেষদিকে রিঙ্কুর সঙ্গে ১৯ বলে ৩৫ রান করে দলকে লড়াইয়ের পথে এগিয়ে নেন জিতেশ। পরের কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেনি। এর আগেই সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল থেকে শুরু করে দীপক চাহার, রবি বিষ্ণুরা। অস্ট্রেলিয়ার হয়ে একাই ৩ উইকেট নেন বেন ডোয়ারশুইস। এ ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন জেসন বেহরেনডর্ফ ও তানভীর সাঙ্ঘা।