প্রথমবার বিশ্বকাপ ট্রফিকে পৃথিবীর বাইরে ভ্রমণ করাল আইসিসি। ২০২৩ সালের বিশ্বকাপ ট্রফি ঘুরে এলো পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উঁচুতে। এরই মধ্য দিয়ে উদ্বোধন হলো এবারের ট্রফি ট্যুরের। বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশ ঘুরে বেড়ায় সোনালি ট্রফিটি। স্ট্রাটোস্ফেরিক বেলুনের সাহায্যে মহাশূন্যে পাঠানো হয়েছিল ট্রফিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে সে কথা, ‘পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৯৯ দশমিক ৫ শতাংশ অতিক্রম করে গিয়েছিল সেটি। সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস। ফোরকে ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে ছবি।’ মহাশূন্য ভ্রমণ শেষে ট্রফিটি পৌঁছেছে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইসিসির দেওয়া তথ্যমতে, আগামী ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন শহর ঘুরবে বিশ্বকাপ ট্রফি। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করবে ট্রফিটি। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত।
মন্তব্য করুন