প্রথমবারের মতো সম্প্রচার মাধ্যমের সর্ববৃহৎ সংগঠন বিজেসি আয়োজন করছে ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ২০২৩। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজোয়ানুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেসির ট্রাস্টি সাইফ ইসলাম দিলাল, নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম, নির্বাহী পর্ষদের সদস্য ইলিয়াস হোসেন ও যুগ্ম নির্বাহী মাহবুব জুয়েল। চার দিনের আসরের প্রথম দিন নয় ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে এশিয়ান টেলিভিশনকে ২-০ গোলে হারিয়েছে চ্যানেল আই। জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আইয়ের রাহুল রায়। দ্বিতীয় ম্যাচে এসএ টেলিভিশনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে একাত্তর টেলিভিশন। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় একুশে টেলিভিশন ও বিজেসি গ্রিন। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে ড্র হয়। শুটআউটে বিজেসি গ্রিনকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে একুশে টেলিভিশন। চতুর্থ খেলায় বাংলাদেশ টেলিভিশনকে ৩-০ গোলে হারিয়েছে ডিবিসি। পঞ্চম ম্যাচে নিউজ টুয়েন্টি ফোরকে ২-০ গোলে হারিয়েছে আরটিভি।
মন্তব্য করুন