কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরে খাবার পরে ঘুম পায়? কোনো রোগ নয় তো

ফাইল ছবি
ফাইল ছবি

দুপুরের খাবার শেষে, ক্লান্ত শরীর নিয়ে বসে থাকা অনেকের জন্যই মুশকিল হয়ে পড়ে। ক্লান্ত শরীর বিছানায় পড়লেই ঘুম চলে আসে। অনেকে তো আবার নিয়ম করে দুপুরে ঘুম দিয়ে থাকেন। তবে কখনো ভেবে দেখেছেন, দুপুরে খাওয়ার পর ঘুম কেন আসে? অনেকে মনে করেন, দুপুরে ঘুমানো বড় কোনো রোগের লক্ষণ।

দুপুরের খাবারের পর ঘুম ঘুম ভাবকে বৈজ্ঞানিক ভাষায় পোস্ট প্রুডেনশিয়াল ড্রিনোমি বলা হয়। দুপুরে ঘুম প্রসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এটি কোনো রোগ নয়; বরং শরীরের জৈবিক প্রক্রিয়ার একটি অংশ। এ ছাড়া এই ঘুমের পেছনে আরেক কারণ হতে পারে, পেট ভরে খাওয়ার পর ক্লান্ত বোধ বা অলস বোধ হওয়া। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত যাদের হজমের সমস্যা রয়েছে বা ঘুমের রুটিন ঠিকও নেই তাদের মধ্যেই বেশি ঘুম ঘুম ভাব দেখা যায়। গবেষণায় দেখা গেছে, এটি একটি প্রাকৃতিক শারীরিক প্রতিক্রিয়া হলেও, খাদ্যাভ্যাস ও জীবনধারাও এতে বড় ভূমিকা রাখে। ঘুমের ঘাটতি বা ঘুমজনিত সমস্যাগুলোও খাবার পর ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্নতার অন্যতম কারণ। এ ছাড়া, খাওয়ার পর রক্তপ্রবাহ হজমে সহায়তা করতে পেটের দিকে প্রবাহিত হয়, ফলে মস্তিষ্কে রক্ত কম পৌঁছায়। এর ফলেই তৈরি হয় ঘুমের অনুভূতি।

খাবার পর তা পরিপাকতন্ত্রে পৌঁছেই গ্লুকোজে রূপান্তরিত হয়, যা শরীরের শক্তি জোগায়। এই প্রক্রিয়ায় কিছু হরমোন নিঃসৃত হয়, যেগুলো মস্তিষ্ককে ঘুমের সংকেত পাঠায়। বিশেষ করে উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়ায়। যা ঘুম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে; ফলে অলসতা বা ঘুমঘুম ভাব দেখা দেয়। যদি শারীরিকভাবে সক্রিয় না থাকেন, তাহলে এই প্রভাব আরও বাড়তে পারে, খাওয়ার পর ক্লান্তি বা তন্দ্রা বেড়ে যেতে পারে।

দুপুরের খাবারের পর ঘুম ঘুম ভাবের অন্যতম কারণ হলো অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া। ভাত, রুটি, আলু বা মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ে। ইনসুলিন তখন ট্রিপটোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিডকে মস্তিষ্কে পাঠাতে সাহায্য করে। ট্রিপটোফ্যান থেকে তৈরি হয় সেরোটোনিন ও মেলাটোনিন—এই দুটি নিউরোট্রান্সমিটার ঘুমের অনুভূতি তৈরি করে। ফলে খাবারে যদি কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হয়, তাহলে তা খাওয়ার পর ক্লান্তি বা ঘুম ঘুম ভাব বাড়িয়ে দিতে পারে।

এ ছাড়াও দুপুরের দিকে শরীরের ঘুমিয়ে পড়ার একটি স্বাভাবিক প্রবণতা থাকে। এটি অনেকটা খাবারের ওপর নির্ভর করে না। এমনকি না খেলেও অনেক সময় দুপুরে ঘুম পেতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দুপুরের খাবার যেন হালকা এবং সুষম হয়। একবারে বেশি খাওয়ার বদলে দিনে কয়েকবার অল্প অল্প করে খাওয়াই ভালো। খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করাও উপকারী হতে পারে, এতে অলসতা ও ঘুম ঘুম ভাব অনেকটাই কমে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X