শেখ হারুন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

ছয় বছর ধরে পড়ে আছে সাড়ে ৬ কোটির ভবন

চালু হয়নি ডিপ্লোমা কোর্স
ছয় বছর ধরে পড়ে আছে সাড়ে ৬ কোটির ভবন

পুষ্টিবিষয়ক দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) প্রধান কার্যালয়ে একটি স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। সনদ ও ডিপ্লোমা কোর্স চালুর জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ভবনটির নির্মাণকাজ শেষ হয় ২০১৮ সালে। ইতোমধ্যে ভবন নির্মাণের ছয় বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এবং শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় বর্তমানে সেখানে থাকছেন বারটান নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা।

‘বারটানের অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় প্রধান কার্যালয়ে প্রায় ২১ হাজার বর্গফুটের স্কুল ভবনটি নির্মাণ করা হয়। কিন্তু অনুমোদন না পাওয়ায় এখনো ডিপ্লোমা কোর্স বাস্তবায়ন সম্ভব হয়নি। জানা গেছে, ৩৫৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালে শেষ হওয়া এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বারটানের প্রধান কার্যালয়ে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণ ভবন, ডরমিটরি ভবন, মসজিদ, অফিসার্স কোয়ার্টার, সাতটি বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের অফিস এবং ডরমিটরি ও প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে। ভবনগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে। ফলে ভবনে ফাটলসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টিবিষয়ক দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা ইন নিউট্রিশনের মতো পেশাদারি কোর্স চালু করার কথা ছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়ন পরবর্তী নানা জটিলতায় আজ পর্যন্ত কোর্সটি চালু করা সম্ভব হয়নি। ফলিত পুষ্টি সেবার পাশাপাশি বারটানের মাধ্যমে বিশেষায়িত দক্ষ জনবল ছড়িয়ে দিয়ে দেশের ফলিত পুষ্টি সেবা উন্নত করা এ প্রতিষ্ঠানটি গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য ছিল।

আইএমইডির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, আলোচ্য প্রকল্পের আওতায় নির্মিত প্রধান কার্যালয়ের একাধিক ভবনে ফিনিশিং এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি রয়েছে। টয়লেটের একাধিক বেসিন ভাঙা ও পানির কল নষ্ট। ভবনে ফাটল দেখা দিয়েছে, অধিকাংশ দরজা ঘুণে ধরে খুলে পড়ে গেছে। কিছু আলমারিতে ঘুণ ধরেছে, নষ্ট হয়ে যাচ্ছে আসবাব এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি।

বারটানের প্রধান কার্যালয়ে ১০ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হলেও অধিকাংশই ব্যবহার হচ্ছে না। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, আয়তন অনুপাতে প্রধান কার্যালয়ে জনবল সংখ্যা সীমিত। এ কারণে সীমিত আকারে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে চারটি ফ্লোর সম্পূর্ণ অব্যবহৃত রয়েছে। ওপরের খালি ফ্লোরগুলোতে কিছু জায়গায় ফলস সিলিং নিচে পড়ে আছে। অব্যবহৃত তলাগুলোতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের থাই গ্লাস, ফলস সিলিং এবং ফ্যান ভেঙে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। প্রধান কার্যালয় অত্যন্ত নিম্নমানের বৈদ্যুতিক সার্কিট, সুইচ বোর্ড ব্যবহার করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের অভাবে আলোচ্য প্রকল্পের আওতায় নির্মিত চারতলা ডরমিটরি ভবনটির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। প্রকল্পের আওতায় নির্মিত দুই তলা প্রশিক্ষণ ভবনের বিমসহ একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। প্রশিক্ষণ ভবনের বিমে ফাটল দেখা দেওয়ায় স্থায়িত্ব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ধরনের ফাটল যে কোনো ভবনের জন্য ঝুঁকির কারণ। এ ক্ষেত্রে ভবনের স্থায়িত্ব রক্ষার্থে দ্রুত রক্ষণাবেক্ষণ কাজ করা প্রয়োজন। এ ছাড়া প্রশিক্ষণ ভবনে কাঠের কাজ ও বৈদ্যুতিক সামগ্রী মানসম্মত হয়নি বলেও আইএমইডির প্রতিবেদনে উঠে এসেছে।

আলোচ্য প্রকল্পের আওতায় প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের থাকার জন্য একটি ২০ ইউনিটের অফিসার্স কোয়ার্টার ভবন নির্মাণ করা হলেও বর্তমানে মাত্র তিনটি ইউনিটে কর্মকর্তারা বসবাস করছেন। অন্য ইউনিটগুলো খালি পড়ে রয়েছে। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, নদী-তীরবর্তী হওয়ায় এবং ঢাকা থেকে দৈনিক যাতায়াত সম্ভব হওয়ার কারণে আবাসিক ভবনের সব ইউনিট ব্যবহৃত হচ্ছে না।

প্রকল্পের আওতায় নির্মিত মসজিদটির ক্ষেত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে। প্রধান কার্যালয়ের অভ্যন্তরে ৯ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদ ঘিরে ব্যয়বহুল তিনটি পুকুর নির্মাণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের জানালাগুলো দিয়ে বাতাস প্রবাহের সুযোগ কম, মিম্বার ও দরজার কাঠ অত্যন্ত নিম্নমানের, সিঁড়ির গ্রানাইট পাথর অনেকগুলো ফাটা রয়েছে।

এ ছাড়া ৪০ একর জমি মাটি দিয়ে ভরাট করার কথা থাকলেও বালু দিয়ে ভরাট করা হয়েছিল। এতে প্রকল্প বাস্তবায়ন-পরবর্তী সম্পূর্ণ এলাকাজুড়ে কাশবনে ছেয়ে গেছে। ফলে প্রকল্প বাস্তবায়ন-পরবর্তী সময়ে কোনো ফসল উৎপাদন হয়নি। এ কারণে কাশবন পরিষ্কার করে এবং নতুন করে মাটি দিয়ে গবেষণা কাজের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। নতুন করে মাটির স্তর ফেলায় অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়েছে।

এদিকে আড়াইহাজার উপজেলায় বারটানের সদর দপ্তর স্থাপনে মোট ১০০ একর ভূমি অধিগ্রহণ করা হলেও এখন পর্যন্ত মাত্র ৪০ একর ভূমি উন্নয়ন করা হয়েছে। ফলে বারটানের সীমানা প্রাচীর এখনো সঠিকভাবে নির্মাণ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি অধিগ্রহণ কাজ সঠিকভাবে না হওয়ায় মূল্যবান ভূমি হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতায় অধিগ্রহণকৃত ভূমি পূর্ণাঙ্গভাবে হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

বারটানের অবকাঠামো নির্মাণ ও কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত ভবন ও অধিগ্রহণকৃত জমির ক্ষেত্রে প্রধান কার্যালয়ের মতো সাতটি বিভাগীয় আঞ্চলিক কার্যালয়েও একই অবস্থা বিরাজ করছে। প্রতিবেদন অনুযায়ী, বরিশালের আঞ্চলিক কার্যালয়ের জন্য তিনটি ভিন্ন জায়গায় প্রায় ২০ একর ভূমি অধিগ্রহণ করা হলেও ব্যবহার হচ্ছে মাত্র ১ দশমিক ৭০ একর।

প্রকল্প বাস্তবায়নের দুর্বলতার কারণ হিসেবে আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প গ্রহণের আগে যথাযথভাবে সম্ভাব্যতা যাচাই করা হয়নি। ভবনগুলোর প্রয়োজনীয় সংস্কার এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া নির্মিত অবকাঠামোগুলো পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রকল্প গ্রহণের আগে বেজলাইন স্টাডি করার সুপারিশ করা হয়েছে আইএমইডির প্রতিবেদনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

৯ তারিখেই ডাকসু নির্বাচন চান ভিপি প্রার্থী শামিম

৩০ জুলাইয়ের ভাঙা কাচের ছবি নিয়ে বামজোট প্রার্থীর ব্যাখ্যা

আফগানিস্তানে সম্পূর্ণ বিধ্বস্ত একটি গ্রাম, নিহত ছাড়াল ৮০০

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

দুই ম্যাচ খেলেই চাকরি গেল সাবেক ম্যানইউ কোচের

চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে

ডাকসু নির্বাচন স্থগিত করে যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

স্কুলের সামনেই প্রাণ গেল শিক্ষার্থীর, মিষ্টি খাওয়ায় ব্যস্ত শিক্ষকরা

ডাকসু স্থগিতের প্রতিবাদে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীদের মিছিল

১০

ডাকসু নির্বাচন স্থগিতের বিষয়ে কী হবে জানালেন শিশির মনির

১১

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

১২

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক

১৩

শিশুদের জন্য লবণ কতটুকু প্রয়োজন, যা বলছেন পুষ্টিবিদ

১৪

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানিয়ে দিল বিসিবি

১৫

এক ওভারে দিলেন ৪৩ রান, করলেন ১৩ বল

১৬

কারামুক্ত হয়ে গানে ফিরছেন নোবেল

১৭

১৪ বছর ব্যাংকে চাকরির পর এখন ফুটপাতে করছেন ভিক্ষা

১৮

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সংগীতশিল্পী তাহসান

১৯

নখ কাটলে কি অজু ভেঙে যায়?

২০
X