নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, তারা (বিএনপি) চাইলে তাদের বিদেশি প্রভুদের সঙ্গে আলোচনা করে দরজা উন্মুক্ত করতে পারে।
গতকাল বুধবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্বাছ আলী মণ্ডলের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা আওয়ামী লীগ পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
হুইপ স্বপন বলেন, সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের তুঘলকি সিদ্ধান্ত পরিকল্পিতভাবে সংকটের উদ্ভব ঘটিয়েছে। কিন্তু এখনো সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ আছে। তবে ২০১৩ সালে তৎকালীন বিরোধী দলের নেতাকে ফোন করার পর যে তিক্ত অভিজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়েছে, সে জন্য সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে সরকারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো সম্ভব নয়।
মন্তব্য করুন