শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
রীতা ভৌমিক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:০৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ

নারীর প্রতি সহিংসতা আজও বন্ধ হয়নি

আজ ইয়াসমিন হত্যা দিবস
নারীর প্রতি সহিংসতা আজও বন্ধ হয়নি

আজ ২৪ আগস্ট। ইয়াসমিন হত্যা দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ২৯ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এতে জড়িত ছিল কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন ৭ ব্যক্তি। দিনাজপুরে এই দিনটিকে ইয়াসমিন হত্যা দিবস হিসেবে পালন করা হয়। আর সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।

মাকে দেখার জন্য ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল কিশোরী ইয়াসমিন। দিনাজপুরের বাসে উঠতে না পেরে পঞ্চগড়গামী একটি বাসে উঠে পড়ে। দিনাজপুরের দশ মাইলে নামিয়ে দেওয়া হয় তাকে। স্থানীয় একটি চায়ের দোকানে বসে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এলাকাবাসী ইয়াসমিনের নিরাপত্তার কথা ভেবে খুব ভোরে পুলিশের গাড়িতে তুলে দেয়; কিন্তু মায়ের কাছে ইয়াসমিন ফেরে লাশ হয়ে। পথে ইয়াসমিনকে পুলিশ সদস্যরা সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ইয়াসমিনকে হত্যা করে লাশ সদর উপজেলার ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে যায়। পরদিন ঘটনা জানাজানি হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা দিনাজপুর শহরে প্রতিবাদ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তৎকালীন পুলিশ প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে উল্টো ইয়াসমিনকে যৌনকর্মী আখ্যা দেয়। সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। দেশের নারী সংগঠনগুলো সম্মিলিতভাবে ইয়াসমিন হত্যার ঘটনায় তুমুল প্রতিবাদ গড়ে তোলে। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতি বছর দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো। তীব্র আন্দোলনের মুখে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালের ৩১ আগস্ট মামলার রায়ও হয়। ইয়াসমিন ট্র্যাজেডির আট বছর পর ২০০৪ সালের সেপ্টেম্বরে রায় অনুসারে দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সেসময় আন্দোলনে অংশ নিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কালবেলাকে বলেন, ১৪ বছরের ইয়াসমিন পুলিশ সদস্যদের দিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনা সরকার অস্বীকার করেছিল। নারী নির্যাতন ঘরে-বাইরে নানাভাবে হয়; কিন্তু রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লায় খুন হয়েছিলেন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। তনু হত্যা সেনাবাহিনী দ্বারা হয়েছে। নারী সংগঠনগুলোর প্রতিবাদের কারণে অপরাধ সম্পর্কে মানুষের ধারণা সামান্য হলেও হয়েছে; কিন্তু আসল অপরাধীরা বিচারের আওতার বাইরেই থেকে গেছে।

তিনি আরও বলেন, আমরা যতই বলি, আমাদের অগ্রগতি হয়েছে, আসলে নয়। কারণ নারী নির্যাতন কমেনি। নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে সব ধরনের ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারী নির্যাতন বন্ধে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে ধর্ষণ, নির্যাতন ও হত্যার বিচারগুলো সম্পন্ন করা।

সেই আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে নারী সমাজ সোচ্চার ছিলাম। এরপরও নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের মতো ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে যে আইনগুলো নারীকে পশ্চাৎপদ করে সেগুলো সংশোধন করতে হবে।

বাবা মোহাম্মদ ডাবলুর রহমান বলেন, ইয়াসমিন হত্যার বিচার চাইতে গিয়ে যারা মারা গেছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ রেখেছি। মেয়েরা লেখাপড়া শিখে আত্মনির্ভরশীল হলে তাদের মধ্যে সচেতনতা বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১০

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১১

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১২

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৩

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৪

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৫

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৬

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৭

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৮

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৯

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

২০
X