রীতা ভৌমিক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:০৭ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ

নারীর প্রতি সহিংসতা আজও বন্ধ হয়নি

আজ ইয়াসমিন হত্যা দিবস
নারীর প্রতি সহিংসতা আজও বন্ধ হয়নি

আজ ২৪ আগস্ট। ইয়াসমিন হত্যা দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ২৯ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এতে জড়িত ছিল কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন ৭ ব্যক্তি। দিনাজপুরে এই দিনটিকে ইয়াসমিন হত্যা দিবস হিসেবে পালন করা হয়। আর সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।

মাকে দেখার জন্য ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল কিশোরী ইয়াসমিন। দিনাজপুরের বাসে উঠতে না পেরে পঞ্চগড়গামী একটি বাসে উঠে পড়ে। দিনাজপুরের দশ মাইলে নামিয়ে দেওয়া হয় তাকে। স্থানীয় একটি চায়ের দোকানে বসে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এলাকাবাসী ইয়াসমিনের নিরাপত্তার কথা ভেবে খুব ভোরে পুলিশের গাড়িতে তুলে দেয়; কিন্তু মায়ের কাছে ইয়াসমিন ফেরে লাশ হয়ে। পথে ইয়াসমিনকে পুলিশ সদস্যরা সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ইয়াসমিনকে হত্যা করে লাশ সদর উপজেলার ব্র্যাক অফিসের পাশে রাস্তায় ফেলে যায়। পরদিন ঘটনা জানাজানি হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা দিনাজপুর শহরে প্রতিবাদ মিছিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তৎকালীন পুলিশ প্রশাসন ঘটনাকে ধামাচাপা দিতে উল্টো ইয়াসমিনকে যৌনকর্মী আখ্যা দেয়। সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। দেশের নারী সংগঠনগুলো সম্মিলিতভাবে ইয়াসমিন হত্যার ঘটনায় তুমুল প্রতিবাদ গড়ে তোলে। নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রতি বছর দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো। তীব্র আন্দোলনের মুখে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালের ৩১ আগস্ট মামলার রায়ও হয়। ইয়াসমিন ট্র্যাজেডির আট বছর পর ২০০৪ সালের সেপ্টেম্বরে রায় অনুসারে দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সেসময় আন্দোলনে অংশ নিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কালবেলাকে বলেন, ১৪ বছরের ইয়াসমিন পুলিশ সদস্যদের দিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনা সরকার অস্বীকার করেছিল। নারী নির্যাতন ঘরে-বাইরে নানাভাবে হয়; কিন্তু রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লায় খুন হয়েছিলেন কলেজছাত্রী সোহাগী জাহান তনু। তনু হত্যা সেনাবাহিনী দ্বারা হয়েছে। নারী সংগঠনগুলোর প্রতিবাদের কারণে অপরাধ সম্পর্কে মানুষের ধারণা সামান্য হলেও হয়েছে; কিন্তু আসল অপরাধীরা বিচারের আওতার বাইরেই থেকে গেছে।

তিনি আরও বলেন, আমরা যতই বলি, আমাদের অগ্রগতি হয়েছে, আসলে নয়। কারণ নারী নির্যাতন কমেনি। নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে সব ধরনের ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারী নির্যাতন বন্ধে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে ধর্ষণ, নির্যাতন ও হত্যার বিচারগুলো সম্পন্ন করা।

সেই আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে নারী সমাজ সোচ্চার ছিলাম। এরপরও নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের মতো ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে যে আইনগুলো নারীকে পশ্চাৎপদ করে সেগুলো সংশোধন করতে হবে।

বাবা মোহাম্মদ ডাবলুর রহমান বলেন, ইয়াসমিন হত্যার বিচার চাইতে গিয়ে যারা মারা গেছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ রেখেছি। মেয়েরা লেখাপড়া শিখে আত্মনির্ভরশীল হলে তাদের মধ্যে সচেতনতা বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

হাড় কাঁপানো শীতে রুনা খানের উত্তাপ

জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

১০

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

১১

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১২

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১৩

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১৪

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১৫

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১৬

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১৭

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

১৮

মন ভালো রাখতে বিজ্ঞানসম্মত ৯ উপায়

১৯

ভরাট করা পুকুর উদ্ধার করল প্রশাসন

২০
X