শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
নূর আলম ভূঁইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ডেমরা-যাত্রাবাড়ীর দুঃখ ডিএনডি খাল

ডেমরা-যাত্রাবাড়ীর দুঃখ ডিএনডি খাল

লাখো মানুষের কষ্ট রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী এলাকার ডিএনডির অভ্যন্তরীণ খালের পচা পানি। ডাইং কারখানার বিষাক্ত পানি, বাসাবাড়ির বর্জ্য, সরাসরি বাথরুমের ময়লা, জীবজন্তুর মৃতদেহসহ বিভিন্ন আবর্জনায় দুর্গন্ধময় পানি প্রবাহিত হয় ডিএনডির অভ্যন্তরীণ এ খালে। এ খালের পচা পানির রং আলকাতরার মতো কালো। এ ছাড়া ডিএনডির এ খাল যেন মশার অভয়াশ্রম।

সরেজমিন দেখা গেছে, যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার হয়ে হাজীনগর, বড়ভাঙ্গা, বোর্ড মিল, কোদাল ধোয়া, মাতুয়াইল নিউ টাউন, সাইনবোর্ড, সানারপাড়, নিমাই কাশারী, টেংরাসহ বিশাল আবাসিক এলাকায় ছোট-বড় মিলিয়ে ছয়টি ডাইং কারখানার পানি কোনো প্রকার ওয়াটার ট্রিটমেন্ট ছাড়াই সরাসরি খালের মধ্যে ফেলছে। এ ছাড়া এসব এলাকায় প্রায় ৩৫টির মতো বাজার রয়েছে। এসব বাজারের মুরগির দোকানের বর্জ্য, কসাইখানার বর্জ্যসহ ময়লা-আবর্জনা খালে ফেলছে দোকানিরা। এ ছাড়া বাজার এলাকায় মৃত মুরগি, বাজারের পচা মাছ এবং মুরগি বা গরুর ময়লা খালে ফেলেছেন অনেকে। যদিও এসব ময়লা-আবর্জনা ডাম্পিং করার জন্য রয়েছে সিটি করপোরেশনের ময়লা সংগ্রহের পয়েন্ট।

আরও দেখা গেছে, বাসা-বাড়ির টয়লেটের ময়লা সারাসরি পাইপ দিয়ে এ খালে ফেলা হচ্ছে। এ ছাড়া যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী প্রধান সড়ক থেকে ধোলাইরপাড় মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এ খালে নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হওয়ায় এ খালটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। এতে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সব ধরনের মশা বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ বিভিন্ন ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে।

হাজীনগর এলাকার রিয়াজ উদ্দিন কালবেলাকে বলেন, মশার যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এলাকায় প্রচুর মশা-মাছি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মশার যন্ত্রণায় কোনো দোকানপাটে বসার অবস্থা থাকে না। এমনকি দিনের বেলায়ও মশারি টানাতে হয়। মশা-মাছির উৎপাত কমাতে কেউ কোনো ভূমিকা রাখছে না। নামেমাত্র ওষুধ ছিটালেও কাজের কাজ কিছুই হয় না। এ ছাড়া সড়কের পাশে এই খোলা খাল বন্ধ করে সরকার বক্স কালভার্ট করে দিলে এলাকার মানুষ মশা-মাছির উৎপাত এবং ময়লা পানির দুর্গন্ধ থেকে মুক্তি পেতো।

খোঁজ নিয়ে জানা গেছে, ৬৬, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন ৮-এর উপ-সহকারী প্রকৌশলী মো. খলিল কালবেলাকে বলেন, বিষয়টি যদিও আমাদের ডিএসসিসির আওয়াতাধীন; কিন্তু এসব অভ্যন্তরীণ খাল ডেভেলপমেন্ট করার দায়িত্ব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। এসব অভ্যন্তরীণ খাল উন্নয়নের জন্য আনুষ্ঠানিকভাবে পাউবো যদি সিটি করপোরেশনকে বলে, তা হলে হয়তো ডিএসসিসি তা উন্নয়নের পদক্ষেপ নিতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রজেক্ট ডিএনডির (নারায়ণগঞ্জ) উপসহকারী প্রকৌশলী মো. রাজীব (এসডিই) বলেন, এ প্রজেক্টটি সিটি করপোরেশনকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়ন হবে। দুটি পর্যায়ে এটি হস্তান্তর হতে পারে- একটি হচ্ছে জমির মালিকানাসহ, অন্যটি হচ্ছে অনাপত্তি আকারে। তবে অনাপত্তি আকারে হস্তান্তরের প্রক্রিয়া সহজ এবং দ্রুত হবে। এখন পাউবো এসব খালের রক্ষণাবেক্ষণ করলেও পরে সিটি করপোরেশন এর রক্ষণাবেক্ষণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

১০

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

১১

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

১২

একটি দল আ.লীগের ভূমিকায় নিজেদের উপস্থাপন করছে : আসিফ মাহমুদ

১৩

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

১৪

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

১৫

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

১৬

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

১৭

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

১৮

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৯

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

২০
X