মহিন উদ্দিন রিপন, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

পাঁচ দিন ধরে মর্গে পড়ে আছে সাথীর মরদেহ

রেলে কাটা পড়ে মৃত্যু
পাঁচ দিন ধরে মর্গে পড়ে আছে সাথীর মরদেহ

টঙ্গী পূর্ব থানার স্টেশন রোডের দক্ষিণ নতুনবাজার এলাকায় গত ৪ এপ্রিল সকালে ট্রেনে কাটা পড়ে মারা যান গৃহবধূ শামিমা আক্তার সাথী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, সাথী ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ কারণে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে মৃতের পরিবারের দাবি, সাথীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী। থানায় হত্যা মামলা না হলে তারা লাশ গ্রহণ করবেন না। এ কারণে পাঁচ দিন ধরে মর্গেই পড়ে আছে সাথীর মরদেহ।

নিহত শামিমা আক্তার সাথী (২৬) চাঁদপুর জেলার মতলব উপজেলার নুরুল্লাপুর গ্রামের হাওলাদার বাড়ির মৃত শামসুল হকের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সাথীর বিয়ে হয় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সুরতরঙ্গ রোড এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের সঙ্গে। আগে থেকেই সাইফুল মাদকাসক্ত ছিলেন। এ কারণে প্রায়ই সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপও দিতেন। সর্বশেষ, গত ২৮ মার্চ ঈদের দুই দিন আগে সাইফুল যৌতুকের দাবিতে সাথীকে মারধর করে বাসা থেকে বের করে দেন। পরে তিনি ছোট ভাইয়ের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা এনে স্বামীকে দেন।

নিহতের খালাতো বোন নাদিরা মামুন লিপি কালবেলাকে বলেন, ‘সাইফুলের মাদকাসক্তের বিষয়টি আমরা আগেই জানতাম। বিয়ের সময় বলা হয়েছিল সে ভালো হয়ে গেছে। কিন্তু বিয়ের পর প্রায়ই সাথীর শরীরে নির্যাতনের চিহ্ন দেখা যেত। বহুবার আমরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সাইফুল ক্ষমা চেয়ে পার পেয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এটি আত্মহত্যা নয়। সাথীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

তবে সাইফুল ইসলাম দাবি করেছেন, ‘সাথীকে ফজরের নামাজের সময় ডাকলে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। সবাই ঘুমিয়ে গেলে আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে জানতে পারি সাথী ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’ যৌতুক এবং মাদকের অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেন সাইফুল।

অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের সুযোগ নেই। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ কালবেলাকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ট্রেন আসতে দেখে অন্যরা সরে গেলেও সাথী লাইনে দাঁড়িয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার উদ্দেশ্যে লাইনে দাঁড়ান। তবে প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদির রং না শুকাতেই নববধূ ইলমা বিধবা

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতাকে শোকজ

ভেজাল গুড় খেলেই হতে পারে যেসব জটিল রোগ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৪১০, নিখোঁজ ৩৩৬

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা 

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

১০

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

১১

ক্লান্ত ও দুর্বল লাগলে যে ৫ খাবার বাড়াবে আয়রন ও হিমোগ্লোবিন

১২

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

১৩

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

১৪

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি

১৫

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

১৬

ত্রুটিপূর্ণ নীতিমালা ও অপরিকল্পিত নগরায়ণ : আতঙ্কিত ঢাকার গল্প

১৭

অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

১৮

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

১৯

এবার ওটিটিতে শাকিবের ডুবে যাওয়া সিনেমা

২০
X