বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুই সফরসঙ্গীসহ সরকারি সফরে কাতারের উদ্দেশে গতকাল শনিবার ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কাতারের সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবিত এবং কাতার এমিরি এয়ারফোর্সের কমান্ডার মেজর জেনারেল (পাইলট) যাস্সিম বিন মুহাম্মদ আল মান্নাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী প্রধান দোহায় অবস্থিত আল যায়ীম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আত্তিয়া এয়ার একাডেমি পরিদর্শন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন