কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বহুদিন পেরিয়ে গেলেও এসব ভবন অপসারণ হচ্ছে না। ফলে এসব বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ১২টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এসব ভবনের বিম, দেয়াল ও মেঝেতে ফাটলসহ পলেস্তারা খসে পড়েছে। ছাদ চুঁইয়ে পড়ে বৃষ্টির পানি।
পরিত্যক্ত ও জরাজীর্ণ এই ভবনগুলো হচ্ছে মনগোছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোমকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাঘরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বেড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া আদর্শ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্তার হোসেন বলেন, আমি দায়িত্বে থাকাকালীন পরিত্যক্ত ভবন অপসারণের জন্য কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করেছি; কিন্তু কোনো ধরনের সুরাহা পাইনি। অচিরেই এই ভবনগুলো অপসারণ করা দরকার। না হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন বলেন, ওই ১২টি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। জরাজীর্ণ ভবনের তালিকাসহ সেগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। কিছু কিছু ভবনের জায়গায় নতুন ভবন নির্মাণের কথা আছে। সেসব জায়গার নতুন ভবন নির্মাণের আগেই পরিত্যক্ত ভবন অপসারণ করা হবে।
মন্তব্য করুন