ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাপুকুর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দীনের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে এলাকাবাসী।
আন্দোলনকারীরা বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সাবেক সভাপতি পয়গাম আলীর সভাপতিত্বে বক্তব্য দেন লিয়াকত আলী, চিলারং ইউনিয়নের ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দীপেন্দ্র নাথ রায়, শাহীন কাদের প্রমুখ। ভেলাপুকুর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দীন বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ।
মন্তব্য করুন