ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সাংবাদিকদের কটূক্তি ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাত্রলীগের কর্মসূচি কাভারেজের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিক কর্মসূচি বয়কট করেছেন উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ছয় দফা দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করেন হাসান সৈকত।

সংবাদকর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত কয়েকজন ক্যামেরাপারসন অডিয়েন্সের ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সৈকত। এক ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলছেন, আমাদের সাংবাদিকদের বিবেক দিন দিন কমে যাচ্ছে। আমি কথা বলছি। আমার সামনে এসে দাঁড়াচ্ছে। এটি মূলবোধের অবক্ষয়। সাংবাদিকদের মানবিক দৃষ্টিকোণ ও দূরদর্শিতার প্রয়োজন রয়েছে।

এ সময় বিষয়টি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইনের সঙ্গে কয়েকজন সাংবাদিক কথা বলতে গেলে তাদের উদ্দেশে সৈকত বলেন, দিস ইজ ব্লগ। আপনি সাংবাদিকতা সম্পর্কে যদি জানেন ব্লগ বা ব্লগিং সম্পর্কে আপনাকে জানতে হবে। এ সময় সাদ্দাম তাকে বাধা দিলে, তিনি সাদ্দামের সঙ্গেও তর্ক করতে থাকেন। এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকরা ওই কর্মসূচি বয়কট করে চলে যান। পরে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

ঘটনার সময় মঞ্চে সাদ্দাম হোসাইন ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন সভার প্রধান অতিথি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে সময় টেলিভিশনের আওয়ামী লীগ বিটের রিপোর্টার রোজিনা রোজি কালবেলাকে বলেন, আমাদের কয়েকজন ক্যামেরাম্যান মঞ্চে দাঁড়িয়ে অডিয়েন্সের ছবি নিচ্ছিলেন। তখন সৈকত সাংবাদিক সমাজকে নিয়ে কথা বলার কারণে সাংবাদিকরা তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ জানান। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা বলেছেন, তারা সৈকতকে নিয়ে বসবেন। যদি কোনো সিদ্ধান্ত আসে, সেটি জানিয়ে দেবেন।

মোহনা টিভি রিপোর্টার মনিরুল ইসলাম মনি বলেন, আমরা প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের এ কর্মসূচি বয়কট করেছি। তবে, এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমি গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। চারজন ক্যামেরাম্যান আমাকে ব্লক করে ভিডিও ফুটেজ নিয়েছিল। কয়েকবার বলার পরও তারা সরেনি। এটি তো ন্যূনতম ম্যানার। কমনসেন্স। মানবিকতার অবক্ষয় নিয়ে আমি কোনো ধরনের কথা বলিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ভোটের বাক্স হবে একটাই’

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

হবিগঞ্জে ছাত্রলীগের দুই নেতা আটক

আঘাত, লাল কার্ড, বিদায়—সব পেছনে ফেলে সেমিতে পিএসজি

৬ জুলাই / বিক্ষোভে উত্তাল দেশ, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা

নারী দলের জন্য গভীর রাতে অভিনব সংবর্ধনার আয়োজন

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, খেলার নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালী ঈগল’, অর্থ কী ও কেন?

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

১০

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

১১

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

১২

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

১৩

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

১৪

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

১৫

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

১৬

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

১৭

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

১৮

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১৯

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

২০
X