

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বিরল রোগে আক্রান্ত ৯ বছর বয়সী শিশু মান্তাহার মাহমুদকে অত্যাধুনিক ইলেকট্রিক হুইলচেয়ার উপহার দিয়েছেন। এবার পড়াশোনা চালিয়ে যেতে পারবে মান্তাহার মাহমুদ। মান্তাহারের মা মিতু বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘ডিসি স্যার তার প্রতিশ্রুতি রেখেছেন। তিনি সত্যিই খুব মানবিক মানুষ। আমরা অনেক খুশি।’ মান্তাহার নিজেও আনন্দে জানাল, ‘এবার আমি মাদ্রাসায় যেতে পারব, সারাক্ষণ মায়ের কোলে থাকতে হবে না।’ শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মান্তাহার আগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। পরে খোরশেদ আলম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়। হঠাৎ তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে হাঁটাচলাও বন্ধ হয়ে যায়। চিকিৎসকরা জানান, শিশুটি Duchenne Muscular Dystrophy (DMD) নামে বিরল রোগে আক্রান্ত। জেলা প্রশাসক নিজে শিশুটির পরিবারকে ডেকে নেন এবং অর্থ সহায়তার পাশাপাশি অত্যাধুনিক হুইলচেয়ার উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ অন্য কর্মকর্তারা।
মন্তব্য করুন