কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পর ডলারের দুর্বলতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের মধ্যে বাণিজ্য চুক্তির ফল নিয়ে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সোনার দাম ২ শতাংশ বেড়েছে। স্পট গোল্ড ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ০০৪.৭৫ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ০১৮.৩০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর মাসে ফেডের আরও সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়া সোনার জন্য নেতিবাচক। তবে দীর্ঘমেয়াদে সোনার দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকতে পারে।

এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ‘ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠকের ফলাফল এবং ফেডের এই বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের হজম করার সঙ্গে সঙ্গে সোনার দাম আরও বাড়তে দেখা যাচ্ছে।’

গত বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট হার কমানোর ঘোষণা দিয়েছে। যার ফলে বেঞ্চমার্ক রাতারাতি সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪.০০ শতাংশ লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।

লুকমান ওতুনুগা বলেন, ‘মুদ্রানীতির ক্ষেত্রে, ব্যবসায়ীরা এখনো ডিসেম্বরের মধ্যে মূল্য হ্রাসের ৭০ শতাংশ সম্ভাবনার মধ্যে রয়েছেন, যদিও পাওয়েল আরও সুদের হার কমানোর প্রত্যাশা কমানোর চেষ্টা করছেন।’

ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, ‘কর্মকর্তারা মুদ্রানীতির জন্য কী অপেক্ষা করছে, সে সম্পর্কে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। ডিসেম্বর মাসে আরেকটি হার কমানো হবে—এমন ধারণা না রাখার জন্য বাজারকে সতর্ক করেন তিনি।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, চীনের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে এবং এর বিনিময়ে বেইজিং মার্কিন সয়াবিন কেনা পুনরায় শুরু করবে, বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে এবং বেআইনি ফেন্টানিল বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন, যা ছিল তার এশিয়া সফরের শেষ ধাপ। সফরে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও অগ্রগতি দাবি করেন।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন : শিবির সভাপতি

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের টাকা লুট

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

১০

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

১১

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

১২

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

১৩

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

১৪

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

১৫

শ্রেষ্ঠত্বের অগ্রযাত্রা, ডিবিএল সিরামিকসের সেরা ডিলারদের অনুপ্রেরণার গল্প

১৬

পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্বে যার পাশে থাকছে ভারত

১৭

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ

১৮

গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

১৯

ঐকমত্যে ব‍্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি

২০
X