স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর ক্রিকেটারের মৃত্যুতে শোকভারাক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ

ম্যাচ শুরুর আগে নিহত ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানান দুই দল। ছবি : সংগৃহীত
ম্যাচ শুরুর আগে নিহত ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানান দুই দল। ছবি : সংগৃহীত

ক্রিকেটের জগতে কখনো কখনো এক একটি ঘটনা মনে করিয়ে দেয়—এই খেলাটা শুধু প্রতিযোগিতা নয়, এটি গভীর মানবিক অনুভূতিরও নাম। মেলবোর্নের এক অনুশীলন নেটে ঘটে যাওয়া এক দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। অকালেই চলে গেছেন অস্ট্রেলিয়ার কিশোর ক্রিকেটার বেন অস্টিন, আর সেই তরুণ প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নেমেছিলেন কালো বাহুবন্ধন পরে।

নাভি মুম্বাইয়ের ডঃ ডি. ওয়াই. পাটিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের বাহুতে কালো ফিতা ছিল শোকের প্রতীক। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়, মাঠজুড়ে ছড়িয়ে পড়ে নীরব শ্রদ্ধার আবহ।

বেন অস্টিনের পরিবার এক আবেগঘন বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের সোনার ছেলে বেনকে হারিয়ে ভেঙে পড়েছি। সে শুধু একজন পুত্র নয়, ছিল এক আদরের ভাই, এক উজ্জ্বল আলো, যাকে সবাই ভালোবাসত।’

অস্টিন পরিবারের আরেকটি অংশে ছিল মর্মস্পর্শী বেদনা আর মানবিকতার বার্তা—

‘বেন ক্রিকেটকে প্রাণ দিয়ে ভালোবাসত। আমরা সামান্য সান্ত্বনা পাই এই ভেবে যে, সে শেষ মুহূর্তেও নিজের ভালোবাসার খেলা নিয়েই ব্যস্ত ছিল—বন্ধুদের সঙ্গে নেটে অনুশীলনে যাচ্ছিল। আমরা সেই তরুণ বলার প্রতিও সমবেদনা জানাই, যে দুর্ঘটনার সময় বল করছিল। এই ট্র্যাজেডি দু’জন তরুণের জীবনকেই বদলে দিয়েছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এই ঘটনাকে বর্ণনা করেছেন ‘ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্তগুলোর একটি’ হিসেবে। তিনি বলেন, ‘এক তরুণ ক্রিকেটারের মৃত্যু, যে খেলা অনুশীলন করতে গিয়ে জীবন হারাল—এটা এক অকল্পনীয় ক্ষতি। ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমরা বেনের পরিবার, বন্ধু এবং সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

গ্রিনবার্গ আরও জানান, আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বেন অস্টিনের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানো হবে।

এদিকে, ক্রিকেট ভিক্টোরিয়া এবং পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট সম্প্রদায় ইতোমধ্যেই অস্টিন পরিবারের পাশে দাঁড়িয়েছে, মানসিক সহায়তা দিচ্ছে বেনের সতীর্থ ও স্কুলসঙ্গীদের।

এক তরুণের চলে যাওয়া থামিয়ে দিতে পারেনি ক্রিকেটকে, কিন্তু মনে করিয়ে দিয়েছে—প্রতি বলের আড়ালেও লুকিয়ে থাকে জীবনের নরমতম অনুভূতি। আজকের এই শ্রদ্ধা হয়তো বেন অস্টিনকে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছড়িয়ে যাবে আরও দূরে, আরও গভীরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিপ্লবী চেতনার স্রোত বইছে : মেয়র শাহাদাত 

ইসির তালিকা থেকে বাদ গেল আলোচিত যেসব প্রতীক

জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব

রাউজানে র‍্যাবের অভিযানে স্থানীয়দের উচ্ছ্বাস, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ২

গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : জুয়েল

সরকার কী করবে, আমরা সত্যিই বুঝতে পারছি না : আইন উপদেষ্টা

ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ডাকসুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

১০

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

১১

ম্যাসাচুসেটসে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ

১২

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন : শিবির সভাপতি

১৩

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

১৪

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের টাকা লুট

১৫

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

১৬

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

১৭

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

১৮

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

১৯

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

২০
X