কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পিবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

পিবিপ্রবির প্রশাসনিক ভবনের সভাক্ষকে বেলা সাড়ে ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
পিবিপ্রবির প্রশাসনিক ভবনের সভাক্ষকে বেলা সাড়ে ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সভাক্ষকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান সকলের পক্ষ থেকে উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, উপাচার্য হিসেবে আমার মেয়াদ চার বছর। সেই লক্ষ্য নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। কিন্তু প্রথম বছরের জন্য যেসব লক্ষ্য ছিল তা বিভিন্ন প্রতিকূলতার কারণে পুরোপুরি অর্জন করতে পারিনি। তবে যতটুকু পেরেছি তা পুরোপুরি আপনাদের সফলতা, আর যেটা পারিনি সেটা আমার নিজের ব্যর্থতা। আমার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা ছাত্রছাত্রীদের জন্য আশিংক হলেও ইতোমধ্যে দুটি হলের ব্যবস্থা করতে পেরেছি। শিক্ষার মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দ্রুত সময়ের মধ্যে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

উপাচার্য বলেন, এখন পর্যন্ত যতটুকুই করতে পেরেছি সেটা আপনাদের সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি ও একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরির কাজও প্রক্রিয়াধীন। আমার আন্তরিকতার কোনো অভাব নেই। আপনারা জানেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়টি নবীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়। তারপরও অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা অনেকটা এগিয়ে আছি। আপনাদের মনে রাখতে হবে, জনগণের টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। তাই কর্মকর্তা, কর্মচারী নিয়োগসহ সকল ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম নির্ভর করে শিক্ষা ও উন্নতমানের গবেষণার ওপর। তিনি উন্নতমানের গবেষণা করে দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য শিক্ষকদের আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশসেরা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. রফিকুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন এবং সকল শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ২০২৪ সালের ২৯ অক্টোবর পিবিপ্রবি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম চার বছরের জন্য পিবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের টাকা লুট

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

১০

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

১১

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

১২

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

১৩

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

১৪

শ্রেষ্ঠত্বের অগ্রযাত্রা, ডিবিএল সিরামিকসের সেরা ডিলারদের অনুপ্রেরণার গল্প

১৫

পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্বে যার পাশে থাকছে ভারত

১৬

আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে জাগপা ও আপ বাংলাদেশ

১৭

গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

১৮

ঐকমত্যে ব‍্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি

১৯

মাত্র ১৫ বছর বয়সেই নিজের প্রথম ল্যাম্বরগিনি পেলেন রোনালদোর ছেলে

২০
X