চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

চুয়াডাঙ্গায় গণসংযোগে ও পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় গণসংযোগে ও পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলটির নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার এবং উচ্চ আকাঙ্ক্ষা পোষণ না করার আহ্বান জানিয়েছেন। এছাড়া কর্মীদের ঘরে বসে না থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার শিল্পকলা মুক্তমঞ্চে এক গণসংযোগে ও পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় ছাত্রদলের সাবেক এই সভাপতি এই কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ প্রতীক পেয়েছে, তখনই তাকে বিজয়ী করেছে। তিনি এই ধানের শীষকে মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে নেতা তারেক রহমানের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে এই প্রতীক যুবকদের এবং এদেশের মানুষের সবচেয়ে প্রিয়।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করা বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছে, বাংলাদেশের মানুষ, বিশেষ করে চুয়াডাঙ্গার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

সাবেক এই সংসদ সদস্য জোর দিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের ভোটার অধিকার, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের বাংলাদেশ রূপান্তরিত করবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে পুনরায় বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ভোট চাইতে হবে। এ দেশের প্রকৃত মালিক দেশের জনগণ, তাদের সেই মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন লাগবে— এটা বুঝাবেন।’ তিনি আশা প্রকাশ করেন, জনগণ আগেও যেমন ধানের শীষে ভোট দিয়েছে, এবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দিবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ওপর থেকে যখন নির্দেশ আসবে তখন সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্য দল যা বলছে তাতে কাজ হবে না। দেশের জনগণ ধানের শীষ পছন্দ করে। তাই জনগণের সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে হবে এবং ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অন্যদের মধ্যে গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যকরী সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন ও বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, মুনজুরুল জাহিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই আগামীর পাথেয় : নোবিপ্রবি উপাচার্য

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখানে দোয়া মাহফিল

মসজিদের ছাদ থেকে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

রাজনৈতিক দলগুলোকে মাথা ঠান্ডা রাখতে হবে : মান্না

দেশের যেসব বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিপ্লবী চেতনার স্রোত বইছে : মেয়র শাহাদাত 

১০

ইসির তালিকা থেকে বাদ গেল আলোচিত যেসব প্রতীক

১১

জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব

১২

রাউজানে র‍্যাবের অভিযানে স্থানীয়দের উচ্ছ্বাস, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৩

গণভোটের নামে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা জনগণ মেনে নেবে না : জুয়েল

১৪

সরকার কী করবে, আমরা সত্যিই বুঝতে পারছি না : আইন উপদেষ্টা

১৫

ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

১৬

ডাকসুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৭

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

১৮

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

১৯

ম্যাসাচুসেটসে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ

২০
X