

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১০ আসনে প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সাইন্সল্যাবের সিটি কলেজের সামনে থেকে এই প্রচারণা শুরু করেন তিনি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়কে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন রবি।
প্রচারণায় অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। এ সময় এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রচারণার অংশ হিসেবে রবিউল আলম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, জনগণের সাথে কুশল বিনিময় করেন।
শেখ রবি’র গণসংযোগকালে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা বলেন, রবিউল আলম গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন। তাছাড়া তিনি তরুণবান্ধব ও উন্নয়নমুখী চিন্তাধারা লালন করেন। তাই ঢাকা-১০ আসনে আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
মন্তব্য করুন