

দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক ও অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপন করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করবেন।
‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)।
পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল তারিখ জানানো হবে। প্রতিযোগীদের অডিশনের দিন ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনের স্ক্রল থেকেও জানা যাবে।
ফাইনাল পর্ব বাংলাদেশ টেলিভিশনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। দর্শকরা বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও অনুষ্ঠানগুলো দেখতে পারবেন।
‘নতুন কুঁড়ি’ নতুন প্রজন্মের মেধা বিকাশ ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারের আয়োজনও প্রত্যাশা পূরণ করবে—শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা উপস্থাপনের মাধ্যমে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ তৈরি করবে।
মন্তব্য করুন