কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে

পেশাজীবী সমন্বয় পরিষদ
বিএনপি রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে

বিএনপি দেশ অস্থিতিশীল করতে রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল বা প্রশ্নবিদ্ধ করতে বিচারহীনতা ও মানবাধিকারের ধুয়া তুলে দেশি-বিদেশি শক্তি সক্রিয় রয়েছে। গতকাল শনিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের চেতনা ও আগামীর বাংলাদেশ’Ñ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. কামরুল হাসান খান। পেশাজীবীরা বলেন, নির্বাচন বানচাল করতে চাইছে দেশি-বিদেশি শক্তি। ড. ইউনূস, বাকস্বাধীনতা ও মানবাধিকারের কথা বলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সক্রিয়। তাই নির্বাচনে যোগ্য ও সৎ প্রার্থী থাকা দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ইনডেমনিটি দেওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। তারাই এখন বিচারহীনতার কথা বলছে! যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিল, তারাও ষড়যন্ত্রে যোগ দিয়েছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট যখন বোমা হামলা চালিয়ে বিরোধী দলের নেতাকে হত্যার চেষ্টা করা হয়, তখন কি বিদেশি শক্তি নিন্দা করেছে? ১৯৭১ সালে হত্যাযজ্ঞ নিয়ে কি তারা নিন্দা করেছে? পশ্চিমা দেশগুলোই বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের বড় উৎসাহদাতা। রাজনীতিবিদদের দেখে সাধারণ মানুষ ভয় পাবে— এটা কখনোই ভালো নয়। সংকটজনক সময়ে পেশাজীবীদের মাঠে নামতে হবে। তা না হলে যতই উন্নয়ন নিয়ে কথা বলি, ভোটে তা বড় প্রভাব ফেলবে না। কিন্তু দলের ভেতরের নেতাদের খারাপ কাজ ভোটে প্রচণ্ড প্রভাব ফেলবে। নির্বাচনের পুরো প্রক্রিয়াকে ভালো করতে না পারলে, ভালো মানুষ নির্বাচনে নামবে না।

ঢাকা কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, বিএনপির আইনজীবীরা আদালতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ভাড়াটে লোক দিয়ে তারা আদালত প্রাঙ্গণে সহিংসতা ছড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেলকে সামনে নিয়ে আসতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারণা চালাচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের দেশি-বিদেশি অপশক্তি। বৈশ্বিক শক্তির সঙ্গে স্থানীয় শক্তির অপপ্রচারের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, আগামী নির্বাচনকে নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন। নতুবা রণকৌশলে পিছিয়ে পড়বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। যারা মানবাধিকারের কথা বলছে, তারা কীভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তা মানুষের সামনে তুলে ধরতে হবে। তা না হলে আবারও সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা দখল করবে।

বর্তমান মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র শিখিয়ে যাচ্ছে।

সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এমডি সাংবাদিক আবুল কালাম আজাদ, নাট্যকার ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক গোলাম কুদ্দুস, ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের মহাসচিব সাংবাদিক দীপ আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ দেশ গড়তে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে : হাবিব

ছাত্রদলে যোগ দিল বৈষম্যবিরোধী-জাতীয় ছাত্রশক্তির শতাধিক নেতাকর্মী

বগুড়া-১ আসন / বিএনপির মূল প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর আপিল! ব্যবস্থা নেবে হাইকমান্ড 

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

১০

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

১১

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

১২

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

১৩

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

১৪

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১৫

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১৬

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৮

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৯

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

২০
X