কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে

পেশাজীবী সমন্বয় পরিষদ
বিএনপি রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে

বিএনপি দেশ অস্থিতিশীল করতে রাজপথ থেকে আদালত পর্যন্ত সহিংসতা ছড়াচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল বা প্রশ্নবিদ্ধ করতে বিচারহীনতা ও মানবাধিকারের ধুয়া তুলে দেশি-বিদেশি শক্তি সক্রিয় রয়েছে। গতকাল শনিবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘মুক্তিযুদ্ধের চেতনা ও আগামীর বাংলাদেশ’Ñ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. কামরুল হাসান খান। পেশাজীবীরা বলেন, নির্বাচন বানচাল করতে চাইছে দেশি-বিদেশি শক্তি। ড. ইউনূস, বাকস্বাধীনতা ও মানবাধিকারের কথা বলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সক্রিয়। তাই নির্বাচনে যোগ্য ও সৎ প্রার্থী থাকা দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ইনডেমনিটি দেওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। তারাই এখন বিচারহীনতার কথা বলছে! যারা বাংলাদেশকে বটমলেস বাস্কেট বলেছিল, তারাও ষড়যন্ত্রে যোগ দিয়েছে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট যখন বোমা হামলা চালিয়ে বিরোধী দলের নেতাকে হত্যার চেষ্টা করা হয়, তখন কি বিদেশি শক্তি নিন্দা করেছে? ১৯৭১ সালে হত্যাযজ্ঞ নিয়ে কি তারা নিন্দা করেছে? পশ্চিমা দেশগুলোই বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের বড় উৎসাহদাতা। রাজনীতিবিদদের দেখে সাধারণ মানুষ ভয় পাবে— এটা কখনোই ভালো নয়। সংকটজনক সময়ে পেশাজীবীদের মাঠে নামতে হবে। তা না হলে যতই উন্নয়ন নিয়ে কথা বলি, ভোটে তা বড় প্রভাব ফেলবে না। কিন্তু দলের ভেতরের নেতাদের খারাপ কাজ ভোটে প্রচণ্ড প্রভাব ফেলবে। নির্বাচনের পুরো প্রক্রিয়াকে ভালো করতে না পারলে, ভালো মানুষ নির্বাচনে নামবে না।

ঢাকা কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, বিএনপির আইনজীবীরা আদালতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ভাড়াটে লোক দিয়ে তারা আদালত প্রাঙ্গণে সহিংসতা ছড়াচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেলকে সামনে নিয়ে আসতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারণা চালাচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের দেশি-বিদেশি অপশক্তি। বৈশ্বিক শক্তির সঙ্গে স্থানীয় শক্তির অপপ্রচারের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, আগামী নির্বাচনকে নিয়ে আত্মসমালোচনা করা প্রয়োজন। নতুবা রণকৌশলে পিছিয়ে পড়বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। যারা মানবাধিকারের কথা বলছে, তারা কীভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তা মানুষের সামনে তুলে ধরতে হবে। তা না হলে আবারও সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা দখল করবে।

বর্তমান মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র শিখিয়ে যাচ্ছে।

সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এমডি সাংবাদিক আবুল কালাম আজাদ, নাট্যকার ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক গোলাম কুদ্দুস, ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের মহাসচিব সাংবাদিক দীপ আজাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X