

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ—এই চারটি রাজনৈতিক দলকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার দলগুলোর প্রধানদের কাছে এ চিঠি পাঠানো হয়।
বিএনপির পক্ষ থেকে দাখিল করা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এসব রাজনৈতিক দল ও তাদের নেতাদের প্রতি এ সতর্কবার্তা জারি করে। চিঠিতে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারির আগ পর্যন্ত নির্বাচনী প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সময়সীমা অমান্য করে প্রচার চালিয়েছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচন কমিশন অভিযোগ যাচাই-বাছাই শেষে দলগুলোর প্রধান ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের আগে প্রচার না চালাতে এবং আচরণবিধি মেনে চলতে সতর্ক করেছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ সাত নেতাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক সংসদ সদস্য), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক সংসদ সদস্য) ও মাওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা চেয়েছেন।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে, যেন প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মন্তব্য করুন