বিশ্বে সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ ৫০ দেশের তালিকায় ২২ নম্বরে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এ তালিকায় সবার ওপরে রয়েছে মিয়ানমার। তালিকায় স্থান হয়েছে যুক্তরাষ্ট্রেরও।
২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ২৪০টি দেশ ও অঞ্চলের সংঘাতের তথ্য সংগ্রহ করে অলাভজনক স্বাধীন প্রতিষ্ঠান এসিএলইডি। এই তথ্যের ভিত্তিতে সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে তারা। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া। পশ্চিমা দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র রয়েছে এই তালিকায়। তাদের অবস্থান ৫০ নম্বরে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আগে ২১ নম্বরে রয়েছে সোমালিয়া। আর পরে ২৩ নম্বরে রয়েছে কেনিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের নাম রয়েছে ১৬ নম্বরে এবং ১৯ নম্বরে রয়েছে পাকিস্তান।
মন্তব্য করুন