সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫২ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে একমাত্র নারী এমপি সনি

বাধা ডিঙিয়ে বিজয়
চট্টগ্রামে একমাত্র নারী এমপি সনি

চট্টগ্রামের ১৬টি আসনের একমাত্র নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর নেতাকর্মী-সমর্থকদের নিয়ে চষে বেড়িয়েছেন পাড়া-মহল্লা ও গ্রাম। নির্বাচনের শেষ দিকে এসে গুঞ্জন উঠে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন হারাচ্ছেন সনি। হতাশ হননি, কটূক্তি ও সমালোচনা শুনলেও সামাল দিয়েছেন নিজেকে। যার ফলও মিলেছে নির্বাচনের দিন। লক্ষাধিক ভোট পেয়ে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সামনের সময়টাতে কাজ করতে চান অনুন্নত এলাকায়। বাবার ভালোবাসার ফটিকছড়িকে এগিয়ে নিয়ে যেতে চান ভিন্ন উচ্চতায়। অগ্রাধিকার পাবে পিছিয়ে থাকা নারীর জীবনমান উন্নয়নে। এজন্য চেয়েছেন সবার সহযোগিতাও।

জানা যায়, ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এরপর ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত হন এল কে সিদ্দিকী। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ফের অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আনোয়ার। ২০০১ সালেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে ভূমিধস জয় পান এ নেতা। ২০০৮ সালের নির্বাচনে সেই আসন দখল করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরী। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে এ আসন দখলে নেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়লাভ করেন সাবেক এমপি রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি।

দলীয় কোন্দল ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার কথা উল্লেখ করে এমপি সনি কালবেলাকে বলেন, সবার সঙ্গে আলাপ করে একসঙ্গে কাজ করব। ফটিকছড়ির সিনিয়র নেতারা আছেন। উনাদের পরামর্শ নিয়ে আমার কর্মপরিকল্পনা তৈরি করব। সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে চাই। নিরাপদ ফটিকছড়ি বিনির্মাণের জন্য যা যা করা দরকার, সবাইকে নিয়ে করব।

তিনি বলেন, নির্বাচনে জিতে আসা চ্যালেঞ্জ ছিল। এখন এমপি হিসেবে দায়িত্ব পালন আরও কঠিন চ্যালেঞ্জ। কারণ, রফিকুল আনোয়ারের মেয়ে হিসেবে আমার ওপর মানুষের প্রত্যাশা অনেক। মানুষ আমার ওপর আস্থা রেখেছে, আস্থাটা যাতে আমি ধরে রাখতে পারি, সেই চেষ্টা থাকবে।

জানা গেছে, তপশিল ঘোষণার পর অনেকেই চেষ্টা করেছিল ফটিকছড়ি আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা রেখেছেন সাবেক এমপি রফিকুল আনোয়ারের মেয়ে সনির ওপর। বিএনপি অংশগ্রহণ না করলেও স্বতন্ত্রসহ নির্বাচনে অংশ নিয়েছেন বিভিন্ন দলের ৯ প্রার্থী। প্রচার শুরুর পর নৌকা নিয়ে নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়িয়েছেন সনি। দিয়েছেন প্রতিশ্রুতি, কাজ করবেন ফটিকছড়ি আসনের উন্নয়ন কম হওয়া এলাকাগুলোতে। পাশাপাশি এগিয়ে নেবেন নারী, অবহেলিত শ্রেণিপেশার মানুষকে। এই নেত্রীর পক্ষে ভোটের মাঠে রায় দেন ১ লাখ ৪৯ হাজার ৪৬৫ ভোটার। ১৪২ কেন্দ্রের সবকটিতে নৌকায় ভোটাধিকার প্রয়োগ করায় বিপুল ভোটে জয়

পান সনি।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আবু তৈয়ব (তরমুজ) পান ৩৬ হাজার ৫৬৬ ভোট। সৈয়দ সাইফুদ্দিন আহমদ (একতারা) পান ৩ হাজার ১৫১ ভোট। নজিবুল বশর মাইজভান্ডারী (ফুলের মালা) ২৩১ ভোট। শফিউল আজম চৌধুরী (লাঙ্গল) ২৫১ ভোট। মীর মু. ফেরদৌস আলম (চেয়ার) ৫২৬ ভোট। মু. হামিদ উল্লাহ (মোমবাতি) ১৫৩৮ ভোট। মো. শাহজাহান (ঈগল) ২২৬১ ভোট। রিয়াজ উদ্দিন চৌধুরী (ফুলকপি) ৩১১ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১০

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১১

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

১২

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

১৩

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

১৪

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

১৫

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

১৬

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

১৭

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

১৮

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

১৯

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

২০
X