কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৭ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

ছাগলনাইয়ার বিএনপি নেতার সম্পদের পাহাড়

বেশিরভাগ সম্পত্তিই আত্মীয়র নামে
ছাগলনাইয়ার বিএনপি নেতার সম্পদের পাহাড়

ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার দুই বছর ধরে জোড়াতালি দিয়ে চালাচ্ছেন উপজেলা বিএনপি। এর আগে তিনি উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। নানা অবৈধ আর্থিক ও বিতর্কিত কর্মকাণ্ড চালানো সত্ত্বেও ২৫ বছর ধরে তিনি বিএনপির সভাপতি পদ আঁকড়ে ছিলেন। দল ও দলের বাইরের লোকজনের কাছে তিনি ঠান্ডা মাথার মাফিয়া হিসেবে পরিচিত। দলীয় কর্মকাণ্ডে যেনতেনভাবে অংশগ্রহণ করে তিনি দলকে দুর্বল করেছেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কয়েকজন দুর্নীতিবাজ নেতার সহায়তায় ও টাকার বিনিময়ে তিনি সভাপতি পদ ধরে রাখেন। নানা অনিয়ম করা সত্ত্বেও তার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা জিডি নেই। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মামুন বলেন, অশিক্ষিত, মাদকাসক্ত, জাতীয় পার্টির লোকজনদের যোগসাজশে নুর আহমেদ কমিটি পরিচালনা করেন। দীর্ঘদিন উপজেলা বিএনপির সম্মেলন হয়নি। তার প্রতি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কোনো আস্থা নেই। প্রভাব খাটিয়ে সংখ্যালঘু ছাড়াও অসহায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও নির্যাতন করে তাদের জায়গা-সম্পত্তি নিজ নামে খতিয়ান করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। পরিবারতান্ত্রিকভাবে দল পরিচালনা করেন তিনি। দলীয় নেতৃত্ব বিকশিত করতে তিনি কোনো উদ্যোগ নেননি। বাজারে মধুমতি মার্কেটের সামনে একশ গজের মধ্যেই তিন দলীয় কর্মসূচি পালন করেন। এর বাইরে তিনি কখনো যান না। তিনি আরও বলেন, উপজেলার পশ্চিম ছাগলনাইয়া হিন্দু গ্রামে বিনোদ বিহারীদের সম্পত্তি গ্রাস করতে ভূমিদস্যু চক্র গড়ে তোলেন নুর আহমেদ। ভুয়া জমা-খারিজ করে এসব সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর করেন। এ ছাড়া দখলকৃত জায়গা ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করেন।

স্থানীয়দের মতে, নানা অপকৌশল, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রশাসনের লোকদের হাতে রেখে সংখ্যালঘু, অসহায়, দরিদ্র ও এতিমদের জায়গা-সম্পত্তি জবরদখল করে সম্পদের পাহাড় গড়েন নুর আহমেদ। গত ১৫ বছরে দেশ-বিদেশে প্রচুর সম্পদের মালিক হয়েছেন তিনি। সিএনজি স্টেশন, এলপিজি স্টেশন, পেট্রোল পাম্প, বসুন্ধরায় দুটি প্লট (ছেলেদের নামে), ঢাকার বাসাবোতে একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে একটি বাড়ি ও একটি ফ্ল্যাট, কুড়িল বিশ্বরোডে একটি বাড়ি, চট্টগ্রামে একটি বাড়ি ও ফ্ল্যাট, সেগুনবাগিচায় দুটি ফ্ল্যাট রয়েছে। ছাগলনাইয়া জমাদ্দার বাজারের প্রাণকেন্দ্রে প্রায় তিনশ দোকানের মালিকও তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

১০

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১১

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১২

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১৩

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১৪

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৫

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৬

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৭

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১৮

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৯

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০
X