

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবির পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। তিনি মাদুরোর স্থলাভিষিক্ত হিসেবে এদমুন্দো গঞ্জালেস উরুতিয়াকে প্রেসিডেন্ট করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক খোলা চিঠিতে মাচাদো বলেন, ‘সমঝোতার মাধ্যমে সমাধান গ্রহণে অস্বীকৃতি জানানোয়’ যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়েছে। তিনি দাবি করেন, মাদুরোবিরোধী শক্তিগুলো এখন ‘নিজেদের গণতান্ত্রিক ম্যান্ডেট বাস্তবায়ন ও ক্ষমতা গ্রহণে প্রস্তুত’।
মাচাদো বলেন, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যাঁর বিরুদ্ধে মাদুরো বিজয় দাবি করেছিলেন, সেই এদমুন্দো গঞ্জালেস উরুতিয়াকেই অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে।
চিঠিতে তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তর বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে সজাগ, সক্রিয় ও সংগঠিত থাকতে হবে। এই রূপান্তরের জন্য আমাদের সবার প্রয়োজন।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। তাদের একটি রণতরীতে তোলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, মাদুরো দম্পতি এখন ইউএসএস আইও জিমা নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে আছেন। জাহাজটি ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। ক্যারিবীয় অঞ্চল বিস্তৃত হওয়ায় এই যাত্রায় কিছুটা সময় লাগবে।
সূত্র অনুযায়ী, যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করার পর সম্ভাব্যভাবে মাদুরোকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হতে পারে।
এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করাই প্রশাসনের উদ্দেশ্য। তিনি জানান, ‘আমেরিকান আদালতে আমেরিকান আইনের আওতায়’ তাদের বিচার দ্রুত শুরু করতে চায় সরকার। এই প্রক্রিয়া আগামী সপ্তাহের শুরুতেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন