ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিনের শুনানি চার মাস মুলতবি করায় ক্ষোভ জানিয়েছে ৩১টি সংগঠন। গতকাল শুক্রবার প্রতিবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রচার সম্পাদক কংকন নাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান। ৩১ সংগঠনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বিনাবিচারে প্রায় এক বছর সময়কাল কারাবন্দি রয়েছে। এর মধ্যে হাইকোর্ট তার জামিন প্রদান করলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত ওই জামিন আদেশ স্থগিত করেন। এরপর আবার ওই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনে শুনানি চার মাস মুলতবি করেছেন আপিল বিভাগ। আমরা মনে করি, এরূপ আদেশ জনগণের ন্যায়বিচার পাওয়ার পরিপন্থি। খাদিজার মতো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিনাবিচারে এক বছরের অধিক সময় আদালতের আদেশের ফলে কারাগারে বন্দি থাকতে দেখে দেশের কোটি কোটি জনগণের মতো আমরাও হতবাক, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা অবিলম্বে জনগণের স্বাধীন মতপ্রকাশের সাংবিধানিক মৌলিক অধিকারপরিপন্থি নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ওই আইনে আটক খাদিজাসহ সব বন্দির মুক্তি দাবি করছি। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আলাদা দুটি মামলা হয়। দুটি মামলার বাদীই পুলিশ।
মন্তব্য করুন