মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং বাস্তুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার এই সামরিক কমান্ডারকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদের তথ্যের ভিত্তিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের গ্রেপ্তারে ওই এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়েছে র্যাব। পরে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন