

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে কোনো ম্যাচ জিততে পারেনি নেপাল। তবে পারফম্যান্স করে রীতিমতো চমক দেখিয়েছিল দেশটি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তো জয়ের খুব কাছাকাছিই পৌঁছে গিয়েছিল তারা। সেই বিশ্বকাপের শিক্ষা নিয়ে এবার আরও শক্তিশালী দলে পরিণত হয়েছে নেপাল।
শুধু তাই নয়, বিশ্বকাপের ঠিক আগে আগে তো বড়সড় একটা চমক উপহার দিল তারা। প্রতিপক্ষের দলগুলোর জন্য যা রীতিমতো ভয়ের বললেও কোনো ভুল হবে না। সাপোর্ট স্টাফের তালিকায় যে এবার তারা যুক্ত করেছে ইয়ান হার্ভেকে। ইয়ান হার্ভেকে তো ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই চেনেন। ২০০৩ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।
এবার এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলিং কনসালট্যান্ট কোচ বানিয়েছে নেপাল। তিনি যোগ দেবেন তারই আরেক অস্ট্রেলিয়ান ও নেপাল ক্রিকেট দলের প্রধান কোচ স্টুয়ার্ট লো’র সঙ্গে।
হার্ভে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার জার্সিতে ৭৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই সময়ে ৮৫ উইকেট নিয়ে ৭১৫ রান করেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও নিজেকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যার মূল বৈশিষ্ট্য বোলিংয়ে বৈচিত্র্যতা। কখনো ইয়র্কার, আবার মাঝেমধ্যে বলের গতিতে পরিবর্তন আনতেও সিদ্ধহস্ত ছিলেন। এ ছাড়া, লোয়ার অর্ডারে আগ্রাসী ব্যাটিং করাতেও মুন্সিয়ানা রয়েছে তার। সব মিলিয়ে ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫২ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ১৪৭০ রান। ২০০৩ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে (বর্তমানে টি-টোয়েন্টি ব্লাস্ট) প্রথম সেঞ্চুরিয়ান হার্ভে ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগের প্রথম আসরের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।
যে কারণে বড় টুর্নামেন্টে কীভাবে স্নায়ুচাপ সামলে জয় ছিনিয়ে আনতে হয়, সেই মানসিকতা হার্ভে নেপালের তরুণ দলের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। এ ছাড়া নেপালের বর্তমান প্রধান কোচ ল ও হার্ভে উভয়ই অস্ট্রেলিয়ান ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর আক্রমণাত্মক কৌশলের বিপরীতে কীভাবে পরিকল্পনা সাজাতে হয়, তা এই অভিজ্ঞ জুটি ভালোভাবেই জানেন।
আসন্ন বিশ্বকাপে নেপাল তাদের মিশন শুরু করবে ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশেরও মুখোমুখি হবে তারা। যে কারণে বাংলাদেশসহ অন্যান্য প্রতিপক্ষের জন্য এবার বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন ইয়ান হার্ভে।
মন্তব্য করুন