নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান। গতকাল শুক্রবার দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। গণভবনের গেটে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সাজাদুল হাসানকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বৈঠকে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফর উল্লাহ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ। এর আগে গত মঙ্গল ও বুধবার এই উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করা হয়। আগ্রহী ৯ জন ফরম সংগ্রহ করেন। বাকিরা হলেন নব্বইয়ের দশকের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক গোলাম বাকী চৌধুরী, মোহনগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবাল, মদন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটি সাবেক সদস্য মমতাজ হোসেন চৌধুরী, এম মঞ্জুরুল হক, রোমান মিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সদস্য আলী আতহার খান। গত ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষণা করে। সে অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য। বর্ণাঢ্য কর্মজীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন কক্সবাজার ও সিলেটের জেলা প্রশাসক। জ্যেষ্ঠ সচিব হিসেবে ২০১৯ সালে অবসর গ্রহণ করেন তিনি। তার বাবা আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে মোহনগঞ্জ ও বারহাট্টা থেকে প্রাদেশিক পরিষদের সদস্য হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে আখলাকুল হোসাইন আহমেদের নেতৃত্বে মোহনগঞ্জের লোহিয়ার মাঠে প্রথম প্রতিবাদ মিছিল হয়। সেজন্য তাকে কারান্তরীণ করা হয়েছিল।
মন্তব্য করুন