রব স্পেন্স একজন চলচ্চিত্র নির্মাতা। ৪৩ বছর বয়সী এ কানাডীয়র বয়স যখন ৯, তখন এক দুর্ঘটনায় ডান চোখের দৃষ্টি হারান তিনি। কয়েক বছর আগে তিনি সিদ্ধান্ত নেন—এমন একটি ক্ষুদ্র ক্যামেরা তৈরি করবেন, যা ওই দৃষ্টিহীন চোখে স্থাপন করবেন। যেই সিদ্ধান্ত, সেই কাজ। এক গবেষক অধ্যাপকের সহায়তায় তৈরির পর সেই চোখের আইবল তুলে তিনি স্থাপন করলেন সেই ক্যামেরা।
আই ক্যামেরা স্থাপন করে টরন্টোভিত্তিক চলচ্চিত্র নির্মাতা স্পেন্স ‘বায়োনিক মানুষ’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। এ ক্যামেরা মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত নয় বা দৃষ্টিও পুনরুদ্ধার করেনি। তবে সে যা দেখছে (মানে লেন্সের সামনে), তার সবকিছুই রেকর্ড হচ্ছে। এটি চোখের সকেটে স্থাপন করা হয়েছে। এতে ওয়্যারলেস ভিডিও ক্যামেরা রয়েছে, এটি তিন ভোল্ট ব্যাটারিতে চলে। তবে অতিরিক্ত গরম হওয়ার কারণে টানা তিন মিনিটের বেশি ভিডিও করা যাচ্ছে না। তিনি আশা করেন, অদূর ভবিষ্যতে আই ক্যামেরা দিয়ে ঘণ্টা ধরে ভিডিও করা সম্ভব হবে।
স্পেন্স বলেন, এর দুই ধরনের প্রতিক্রিয়া রয়েছে। একটি দারুণ, অন্যটি ভয়ংকর। তবে গোপন ক্যামেরা প্রযুক্তির মতো এটি নিয়েও নৈতিক প্রশ্ন উঠেছে। সূত্র: ডেইলি মেইল