মৃত্তিকা সাহা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

আমদানি কমায় সরবরাহে বড় বিপর্যয়ের আশঙ্কা

ভোগ্যপণ্য
আমদানি কমায় সরবরাহে বড় বিপর্যয়ের আশঙ্কা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় আমদানি বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র খোলা অনেক কমেছে। এ ছাড়া সরকার পরিবর্তনের পরে এতদিন যেসব প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করত, নানা ধরনের জটিলতায় তাদের আমদানি ঋণপত্রও অনেক কমে গেছে। এতে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি উত্তরণে আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক হবে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

আলোচ্য সময়ে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা কতটুকু কমেছে, সেই তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, বর্তমানে সব ধরনের এলসি খোলায় কড়াকড়ি আরোপ করায় তা কিছুটা কমেছে। আগে যেখানে দৈনিক ৩০ থেকে ৩৫ কোটি ডলারের এলসি খোলা হতো, বর্তমানে ১৫ থেকে ২০ কোটি ডলারে নেমে এসেছে। সরকার পরিবর্তনের ফলে এতদিন যেসব বড় প্রতিষ্ঠান ভোগ্যপণ্য আমদানি করেছে, এখন তাদের এলসি সেভাবে খোলা হচ্ছে না। এতে আগামীতে ভোগ্যপণ্য সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গভর্নর আহসান মনসুরও বেশকিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি সরকারি আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। গত সোমবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক,

বিদেশি তিন ব্যাংক, বেসরকারি খাতের পাঁচটিসহ ১২টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের সঙ্গে এক সভায় তিনি এ আহ্বান জানান।

জানা যায়, এস আলম গ্রুপের যে ব্যাংকগুলো আছে, ভোগ্যপণ্য আমদানিতে এসব ব্যাংক থেকে যে পে অর্ডার করা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের শিপিংলাইন্সে যারা কর্মরত আছেন, তারা সেটি নিচ্ছেন না। ফলে অর্থ পরিশোধ করতে না পারায় পণ্য খালাস করা যাচ্ছে না। অর্থাৎ বন্দরে ভোগ্যপণ্য আটকে থাকলেও তা বাজারে আসতে পারছে না। ভোগ্যপণ্য আমদানিকারক অন্য বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আরও একটি বড় সমস্যা হচ্ছে এই এলসিগুলোর পরিমাণ অনেক বড়, যা ব্যাংকগুলোর মূলধনের ২৫ শতাংশের যে সীমা আছে, সেটি অতিক্রম করে যায়। ফলে ব্যাংকগুলো সেই এলসি খুলতে চায় না।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, গত এক মাসে সারা দেশে যে লকডাউন, শাটডাউন, ইন্টারনেট বন্ধসহ নানা ধরনের অস্থিরতা ও অস্থিতিশীলতায় সরবরাহ ব্যবস্থায় একটা বড় ধাক্কা লেগেছে, যার প্রভাব এরই মধ্যে বাজারে পড়েছে। এখান থেকে অর্থনীতিকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিগত সরকারের সময়ে যেহেতু অনেক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি হয়েছে, প্রতিষ্ঠান দুর্বল হলেও তাদের আটকানোর কোনো সুযোগ ছিল না। যার প্রভাবে বর্তমানে কিছু সমস্যা হবে। বর্তমান সরকারকে কৌশলী উপায়ে এসব সমস্যার সমাধান করতে হবে, যা এরই মধ্যে সরকার শুরু করেছে। যেমন, ইসলামী ব্যাংকে এস আলমের যে শেয়ার ছিল সেটি সরকারের মালিকানায় নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। তিনি আরও বলেন, সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যত্যয় থাকার পরেও বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি এখনো তৈরি হয়নি। আশা করছি, সরকারের নানামুখী উদ্যোগে আগামীতেও কোনো ঘাটতি তৈরি হবে না বা কোনো ধরনের বিপর্যয় আসবে না। এই সরকার সেটি কাটিয়ে উঠবে বলেই প্রত্যাশা রাখি।

ভোগ্যপণ্যে শতভাগ আমদানি নির্ভরতা কমাতে বিকল্প উপায় নিয়ে পরিকল্পনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, শতভাগ আমদানি নির্ভরতায় যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা থাকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনার সময় সাপ্লাই চেইনে বিপর্যয়ের সময় এই চিত্র দেখা গেছে।

জানা যায়, দেশে ভোগ্য পণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর। এর মধ্যে ভোজ্যতেল এবং চিনিও প্রায় শতভাগ আমদানি করতে হয়। এসব কারণে ভোজ্যতেল এবং চিনি বিশেষ করে—র সুগার আমদানি করছে কয়েকটি শিল্প গ্রুপ। বর্তমানে দেশে র সুগার আমদানি করে এমন প্রতিষ্ঠাগুলো হচ্ছে—মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আব্দুল মোনেম ও দেশবন্ধু। এসব প্রতিষ্ঠান ভোজ্যতেলও আমদানি করে। এর পাশাপাশি টিকে গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্যতেল আমদানির সঙ্গে যুক্ত। র সুগার আমদানি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, দেশীয় চিনি শিল্পকে উৎসাহিত করতে র সুগার আমদানিতে শুল্কারোপ করে সরকার। কিন্তু এরপরও দেশীয় চিনি শিল্প এগোতে পারেনি। প্রতি বছরই দেশীয় চিনির উৎপাদন কমতে থাকে।

ভোগ্যপণ্যের আমদানি কমেছে কি না জানতে চাইলে মেঘনা গ্রুপের জিএম তসলিম শাহরিয়ার কালবেলাকে বলেন, গত এক মাসে দেশে যে অস্থিরতা চলছিল, এতে শুধু আমাদের নয়, সবারই এলসি খুলতে সমস্যা হয়েছে। এ সময় ভোগ্যপণ্য আমদানিও কিছুটা কমেছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। এখন সেটি আমরা কাটিয়ে উঠার চেষ্টা করছি। আগস্ট মাসে সেটি স্বাভাবিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো কাজ করছি। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক আছে। আশা করছি সেখান থেকে ভালো কোনো সিদ্ধান্ত আসবে। ভোগ্যপণ্য আমদানি কমায় সরবরাহে কোনো ঘাটতি তৈরি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ভোজ্যতেল, চিনি, গম, চালসহ আমাদের ভোগ্যপণ্যের যথেষ্ট মজুত আছে। আশা করছি, সমস্যা হবে না। তবে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম আরও বেড়ে গেছে। এর ফলে একটা বড় আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ভোগ্যপণ্য আমদানিতে এলসি খোলা কমেছে ১১ দশমিক ৫৮ শতাংশ। আর এলসি নিষ্পত্তি কমেছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। এ সময় মোট ৬৭২ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল, যা আগের ২০২২-২৩ অর্থবছর শেষে ছিল ৭৬০ কোটি ডলার। একই সময়ে ৬৬৯ কোটি ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭৭৪ কোটি ডলার। ভোগ্যপণ্য আমদানির দিক থেকে সর্বোচ্চ আমদানি ব্যয় পরিশোধ করেছে টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে?

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

ড্রাগন ফল কারা খেতে পারবেন না জানালেন পুষ্টিবিদ

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

১০

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

১১

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১২

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

১৩

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

১৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

১৫

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

১৬

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৭

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

১৮

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

২০
X