কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:০৬ এএম
প্রিন্ট সংস্করণ
আটক ২০

দেশের অধিকাংশ জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

দেশের অধিকাংশ জেলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অনুমতি না থাকলেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল থেকে ফেরার পথে কুড়িগ্রামে ৪ নেতাকর্মীকে আটক করে সদর থানা পুলিশ। ফেনীতেও বিক্ষোভ মিছিল শেষে পুলিশ দুজনকে আটক করেছে। মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে দলটির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ককটেলও উদ্ধার করা হয়। এ ছাড়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি এবং কিশোরগঞ্জের হোসেনপুরে জামায়াতের শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—

কুড়িগ্রাম : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আটক দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার কুড়িগ্রাম শহরের পশুর মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ ঘর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা করেন নেতাকর্মীরা। এতে ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সম্পাদক মাওলানা আব্দুল হামিদ মিয়া, কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, শহর জামায়াতের আমির আব্দুস সবুর খান, জেলা শিবিরের সভাপতি মোকসেদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

মিছিল শেষে ফেরার পথে একজন শিবিরের কর্মীসহ ৪ জামায়াত কর্মীকে আটক করে সদর থানা পুলিশ। আটকরা হলেন জাবিউর রহমান, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম ও সামছুল হক। কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) এম আর সাঈদ জানান, আটক জামায়াত-শিবিরের ৪ কর্মীর নামে আগে মামলা থাকায় আমরা তাদের আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

ফেনী: ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা জামায়াতে ইসলামী। গতকাল রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ড থেকে মিছিলটি শুরু হয়ে ওই সড়কের ওয়াপদা অফিসের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ফেনী জেলা জামায়াতের আমির এ কে এম শামছুদ্দিন। মিছিলে জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান, শহর আমির মো. ইলিয়াছসহ দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে রোববার দুপুরে মিছিল বের হয়। মিছিল শেষে ফেরার পর পুলিশ জামায়াতের দুজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এনামুল হক ও জামায়াত নেতা গোলাম মোস্তফা পারভেজ রয়েছেন। ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওয়াপদার সামনে থেকে দুজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুর: গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, দলীয় বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, মনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, জাকারিয়া হোসেন, সোহেল রানা, আকছেদ আলী, জামাল উদ্দীন, আব্দুল হান্নান, আব্দুল ওয়াদুদ ও মনিরুল ইসলাম। গাংনী থানা পুলিশের টিম গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ ছাড়াও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের গতকাল রোববার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে জামায়াত নেতা ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর পানান এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হোসেনপুর থানার উপপরিদর্শক মো. আজিজুল হক জানান, তাজুল ইসলাম হোসেনপুর থানা পুলিশের গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের ঘটনায় তিনি জড়িত বিধায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাজুল ইসলামকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

তাড়াশ (সিরাজগঞ্জ): নাশকতার মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আমির খন্দকার সাইলাইন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ তিনজনকে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন উপজেলা জামায়াতের আমির গোলাম সাকলাইন খন্দকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী ও জামায়াত সমর্থক মতিউর রহমান। তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ছাড়া পঞ্চগড়, কুমিল্লা জেলা উত্তর ও দক্ষিণ, পাবনা, মুন্সীগঞ্জ, কুড়িগ্রাম, চাঁদপুর, জামালপুর, বগুড়া জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১০

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১১

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১২

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

১৩

পানি উঠেছে অমিতাভ বচ্চনের বাংলোতে 

১৪

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

১৫

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

১৬

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

১৭

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

১৮

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

১৯

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

২০
X